ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কোনও স্ক্রিপ্টের প্রয়োজন পড়ে না। ‘দিদি নম্বর ওয়ান’ (Didi Number 1) এর জন্য রচনা একাই একশ। কিন্তু কেন জানেন? বাঙালির কাছে এই শো এত জনপ্রিয় কেন? তার সিক্রেট হয়তো লুকিয়ে রয়েছে শোয়ের সঞ্চালনার মধ্যে এমনটাই মনে করেন বহু দর্শক।
হাজার পর্ব পার (Didi No. 1)
দেখতে দেখতে হাজার পর্বের গণ্ডি পার করলো জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’ (Didi Number 1) সিজিন ৯। রচনা ব্যানার্জির (Rachna Banerjee) সঞ্চালনায় দীর্ঘ ১৫ বছর ধরে এই শো প্রতিদিন টেলিভিশনের পর্দায় দেখে আসছেন দর্শকেরা। প্রথম দু’বছর ‘দিদি নম্বর ওয়ান’ (Didi Number 1) রচনা ব্যানার্জি সঞ্চালনা করেননি। তবে তিনি শেষ ১৩ বছর নিয়মিত সঞ্চালনা করে যাচ্ছেন।
নিজেকে খুঁজে পান রচনা (Didi Number 1)
এই সঞ্চালনা (Didi Number 1) করতে গিয়ে নিজেকে নতুন ভাবে প্রতিদিন খুঁজে পান অভিনেত্রী রচনা ব্যানার্জি। এই অনুষ্ঠানের সঞ্চালনা করতে তাঁর কোনও স্ক্রিপ্টের প্রয়োজন পড়ে না। কোনও প্রস্তুতি লাগে না। তিনি মন খুলে সবার সঙ্গে গল্প করতে পারেন, কথা বলতে পারেন।
আরও পড়ুন: Naga Chaitanya Marriage: ওটিটি প্ল্যাটফর্মে নাগা চৈতন্যর দ্বিতীয় বিয়ে, সরাসরি দেখবে দর্শক!
পুরন স্মৃতি (Didi Number 1)
এই শো যেহেতু হাজার পর্বের (Thousand Episode) গণ্ডি পার করলো, সেই কারণে ভীষণই খুশি অভিনেত্রী রচনা ব্যানার্জি। তিনি ডুব দিলেন তাঁর পুরনো দিনের স্মৃতিতে। তিনি যখন প্রথম দিন ফ্লোরে এসেছিলেন শুটিং করতে, তখন তিনি এত কিছু ভেবে কোনদিনও আসেননি। তিনি সাধারণ ভাবেই এসেছিলেন ফ্লোরে। এই কাজটিকে খুব ভালোবাসা এবং যত্ন নিয়ে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন। সেই কারণেই শেষ ১৩ বছর ধরে ‘দিদি নম্বর ওয়ান’ কথাটি বললে রচনা ব্যানার্জির মুখ সাধারণ মানুষের চোখের সামনে ভেসে ওঠে। তেরো বছর ধরে সফলতার সঙ্গে এই শো’কে এগিয়ে নিয়ে যাচ্ছেন অভিনেত্রী ।
আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: বাপের বাড়ির সঙ্গেও ঐশ্বর্যার বনিবনা নেই! গুলিয়ে যাচ্ছে ব্যক্তিগত সম্পর্ক
হল হাজার পর্বের শ্যুটিং
সম্প্রতি হয়ে গেল হাজার পর্বের এপিসোডের শুটিং। এই দিন শুটিং ফ্লোরে সবাই কেক কেটে ভালো খাওয়া দাওয়ার মাধ্যমে উদযাপন করেছিলেন। আবেগে চোখ ভিজে যায় রচনা ব্যানার্জির। বর্তমানে তিনি ‘দিদি নম্বর ওয়ান’ এর সঙ্গে সঙ্গে বিধানসভার মেম্বার। নিজের এলাকার কাজ সামলে নিয়ম মত শুটিং ফ্লোরে আসছেন অভিনেত্রী। শুটিং করছেন ‘দিদি নম্বর ওয়ান’ এর। অভিনেত্রী জানান “তাঁর এলাকার দিদিদের যেমন তাঁকে প্রয়োজন, সেই রকম এই মঞ্চেও যে সকল দিদিরা আসে তাদের কথা শোনার জন্য অভিনেত্রীকে প্রয়োজন।”
শিখিয়েছে অনেক কিছু
অভিনেত্রী আরও জানান ‘দিদি নম্বর ওয়ান’ তাঁকে জীবনে অনেক কিছু শিখিয়েছে। অনেক কিছু দিয়েছে। তাঁর একটি নতুন পরিচয় তৈরি করে দিয়েছে, এই ‘দিদি নম্বর ওয়ান’। এই মঞ্চে তিনি কেঁদেছেন, কখনও হেসেছেন। বহু ভালো স্মৃতি কাটিয়েছেন, শেষ ১৩ বছরে। বর্তমানে দুটি কাজ সামলে নিজের জন্য একটু কম সময় পাচ্ছেন অভিনেত্রী। তবে এই কম সময় পাওয়া নিয়ে নিজের প্রতি কোনও আক্ষেপ নেই। তিনি এই ভাবেই কাজ করে মানুষের উপকার করে সারা জীবন কাটাতে চান।