ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দা থেকে এবার সরাসরি ‘সুপারস্টার’ (Superstar) এর ভূমিকায় ফাহিম মির্জা (Fahim Mirza)। ‘শেষের কবিতা’র লাবণ্যকে খুঁজতে গিয়েই জড়িয়ে পড়লেন প্রেমের সম্পর্কে (Fahim Mirza New Serial)। তারপর জীবনে একের পর এক চড়াই উতরাই। এই মুহূর্তে কী করবেন ফাইম? কোন দিকে এগোবে এই সুপারস্টারের জীবন? এমনই এক গল্প নিয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ফাইম।
আসছে নতুন গল্প (Fahim Mirza New Serial)
তাঁকে এবার পর্দায় দেখা যাবে এক সুপারস্টারের গল্পে (Fahim Mirza New Serial)। সমরেশ মজুমদারের ‘হিরে বসানো সোনার ফুল’ কাহিনী অবলম্বনে আকাশ আটে আসছে ‘চ্যাটার্জি বাড়ির মেয়েরা’ ধারাবাহিক। সেখানেই ফাইমকে দেখা যাবে এক চ্যালেঞ্জিং চরিত্রে। চরিত্রটা ঠিক কেমন? এই ধারাবাহিকের কাহিনী কেমন হতে চলেছে? সবটাই তিনি জানালেন ট্রাইব টিভিকে।
ধারাবাহিকের গল্প (Fahim Mirza New Serial)
ট্রাইব টিভিকে ফাইম জানান (Fahim Mirza New Serial), “আমার চরিত্রটির নাম অরুণ চ্যাটার্জি। উত্তম কুমারের যে নাম, সেই নামে। যদিও এখানে চরিত্রটাকে অন্যরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে। সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে কাহিনী। আমার চরিত্র অরুণ চ্যাটার্জি একজন সুপারস্টার। যে তার ড্রিম প্রজেক্ট রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ নিয়ে সিনেমা করতে চাইছে। ‘শেষের কবিতা’র হিরোইন লাবণ্য। লাবণ্যের খোঁজ করছে অরুণ।
আরও পড়ুন: Sourav Das Birthday: নিজের জন্মদিনে সুশান্তকে ভুললেন না সৌরভ! কেক কাটলেন প্রয়াত অভিনেতার নামে
চাকরি থেকে সিনেমায়
এখানে অরুণ আগে একটা চাকরি করত। তারপর হঠাৎ করে একদিন এক প্রডিউসারের চোখে পড়ে। প্রডিউসার দেখেন, অরুণ লম্বা চওড়া সুন্দর দেখতে। তিনি প্রস্তাব দেন, সিনেমায় অভিনয় করার জন্য। অরুণ অভিনয় করে রীতিমত হিট হয়ে যান। তারপর একের পর এক ছবি হিট হতে থাকে। খুব তাড়াতাড়ি সুপারস্টার হয়ে যান অরুণ। প্রডিউসার তখন অরুণের সঙ্গে তার নিজের মেয়েকে বিয়ে দেন। অরুণের স্ত্রী ভীষণ সন্দেহ বাতিক। যার কারণে রীতিমত ঘেঁটে যায় অরুণের বৈবাহিক জীবন। ধীরে ধীরে বিভিন্ন কারণে অবসাদে চলে যান সুপারস্টার অরুণ। কিন্তু দর্শকের কাছে তার একটা আলাদা ইমেজ রয়েছে। অরুণ অনেকটা নারকেলের মতো। বাইরের দিক থেকে শক্ত হলেও, মনের দিক থেকে একেবারেই নরম মনের মানুষ।

ড্রিম প্রোজেক্ট
একদিন অরুণ তার ড্রিম প্রজেক্ট শেষের কবিতার লাবণ্য চরিত্রে খুঁজে প্রায় চ্যাটার্জির বাড়ির মেয়ে তিতিরকে। তিতিরকে প্রথমে একটা ধারাবাহিকে অভিনয় করতে দেখে। তিতিরের অভিনয় দেখে অরুণ ভেবে নেয়, অনেকটা লাবণ্যের চরিত্রের মতোই তিতির। তারপর তিতির অডিশন নেয়। তিতির প্রথমে এই কাজে রাজি হয়নি। পরে কাজ করতে রাজি হয়। ধীরে ধীরে প্রেম পর্ব শুরু হয় অরুণ আর তিতিরের মধ্যে”।
আরও পড়ুন: Gaurav-Chintamani Marriage: রূপকথার বিয়ে সারলেন গৌরব-চিন্তামনি, কৃষ্ণপ্রেমে এক হল দুটো মন
ফাহিমের বিপরীতে কোন নায়িকা?
দীর্ঘদিন ধরেই ছোট পর্দায় একের পর এক জনপ্রিয় ধারাবাহিককে ফাহিমকে দেখা গিয়েছে। তাঁর অভিনয় বারংবার দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। ‘ফুলকি’ ধারাবাহিকে তাঁর চরিত্র নিয়েও নানান মহলে চলছে জোর চর্চা। ‘চ্যাটার্জি বাড়ির মেয়েরা’ ধারাবাহিকে তিতিরের চরিত্রে অভিনয় করছেন স্নেহা দেব। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং। আর কিছুদিন পরেই দর্শক পেতে চলেছে নতুন জুটি। এখানেই সুপারস্টারের ভূমিকায় অর্থাৎ অরুণ চরিত্রে দেখতে পাবেন ফাইম মির্জাকে। যেখানে পর্দায় অরুণের সঙ্গে তিতিদের প্রেম হবে। কিন্তু সেই প্রেম পরিণতি পাবে তো? গল্প কোন দিকে এগোবে? সবটা জানতে আপাতত দর্শককে একটু অপেক্ষা করতে হবে।