ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সিগনালে আটকে রয়েছেন খাদানের (Khadaan) কিশোরী। কিশোরীকে (Kishori) দেখে খুদে অনুরাগী কি করলেন জানেন (Idhika Paul Viral Video)? খুদে অনুরাগী কিন্তু গাড়ির কাঁচের ফাঁক দিয়েও ঠিক বুঝে গিয়েছে, গাড়িতে কিশোরী বসে রয়েছে। দেখা মাত্রই চিৎকার করে উঠল, ‘কিশোরী কিশোরী’ বলে। সেই মিষ্টি মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media) । আট থেকে আশি, সবারই যে ইধিকার কিশোরী চরিত্র পছন্দ হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। খুদে অনুরাগীর কীর্তিতে দেবের নায়িকা তখন কী করলেন? খুদে ভক্তকে তিনি কিন্তু একেবারেই নিরাশ করলেন না। বরং ফিরিয়ে দিলেন দ্বিগুণ ভালোবাসা।
জনপ্রিয়তার শিখরে ইধিকা (Idhika Paul Viral Video)
বাইপাস ধরে গাড়ি করে যাচ্ছিলেন ইধিকা পাল (Idhika Paul)। সিগনালে কিছুক্ষণের জন্য গাড়িটা দাঁড়িয়ে যায়। তখন ঘটল সেই মিষ্টি ঘটনা (Idhika Paul Viral Video)। ইতিমধ্যেই খাদানের মতই সুপারহিট হয়েছে “কিশোরী কিশোরী কিশোরী, তোকে না পাইলে, জানি না কী করি” এই গানটি। খাদান ছবির হাত ধরে এখন জনপ্রিয়তার শিখরে রয়েছেন ইধিকা পাল। টলিউডে ডেবিউ করেই সবার মন জিতে নিয়েছেন পর্দার কিশোরী। ভালোবাসা আর জনপ্রিয়তার জোয়ারে ভাসছেন তিনি।
মানুষের মুখে মুখে ঘুরছে ‘কিশোরী ‘ (Idhika Paul Viral Video)
বাংলাদেশে ‘প্রিয়তমা’ মুক্তির পর তিনি সে দেশের মানুষের কাছেই ইধিকার থেকে বেশি পরিচিত হয়েছিলেন ‘প্রিয়তমা’ নামে (Idhika Paul Viral Video)। বাংলাদেশের যেখানে যেতেন সেখানেই তাঁকে সবাই চিনত প্রিয়তমা বলে। আর এখন টলিউডে খাদান মুক্তি পেতেই, ইধিকা হয়ে গিয়েছেন সবার কিশোরী। তাকে দেখে ভক্তরা চিৎকার করে ডাকছেন, ‘কিশোরী কিশোরী’ বলে। এবার অবাক হয়ে গেলেন অভিনেত্রী নিজেও।
আরও পড়ুন: Putul at Oscar: অস্কারের সেরা ছবির তালিকায় বাংলার ‘পুতুল’, উচ্ছ্বসিত পরিচালক ইন্দিরা
ঠিক কী হয়েছিল?
ঘটনাটি ঘটে গত রবিবার রাতে। অভিনেত্রী গাড়িতে করে যাচ্ছিলেন। ঠিক সেই সময় রাস্তার অপর পাশ দিয়ে বাইকে করে যাচ্ছিল ছোট্ট একটি শিশু। বাবা মায়ের মাঝে বসেছিল। ওই স্বল্প সময়ের মধ্যেই গাড়ির কাঁচ এড়িয়ে দেখে ফেলে ইধিকাকে। তখনই সে চিৎকার করে ওঠে, ‘কিশোরী কিশোরী’ বলে। তখন ওই খুদে অনুরাগীর কাণ্ডে ইধিকা কি করলেন জানেন? হেসে ফেললেন, তারপর উড়ন্ত চুমু দিলেন। সেই মিষ্টি ভিডিও এখন ঘুরছে, নেট পাড়ায়। প্রচুর মানুষ ইতিমধ্যেই কমেন্টে লিখে ফেলেছেন নানা মন্তব্য। পুরো বাংলা জুড়ে এখন খাদান জ্বর। আবার কেউবা বলছেন, পুরো বাংলা ক্ষেপে গেল কিশোরীতে। এটাই তো বড় প্রাপ্তি।
আরও পড়ুন: Tom Holland: লুকিয়ে বিয়ে করছেন স্পাইডারম্যান! কাকে মন দিলেন?
বক্স অফিসে খাদানের রাজত্ব
এখনও একমাস হয়নি। গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেবের খাদান। বাংলা বক্স অফিসে রমরমিয়ে রাজত্ব করছে। ইতিমধ্যেই মোট আয় পেরিয়ে গিয়েছে ১২ কোটির গণ্ডি। বাংলা কমার্শিয়াল ছবির প্রতি দর্শকের ভালোবাসা যে আগের মতই আছে তা প্রমাণ করে দিয়েছেন দেব। খাদানের সাফল্য যে গতিতে চলছে, আপাতত এই গতি স্লথ হওয়ার নয়।