ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চরিত্র কেন্দ্রিক ছবি (Khadaan)। সম্প্রতি খেয়াল করেছেন? দেবের (Dev) সঙ্গে কাজ করছেন নতুন নতুন নায়িকা। ছোট পর্দার নায়িকারা দেবের নায়িকা হচ্ছেন। প্রধানে ছিলেন সৌমিতৃষা (Soumitrisha)। এবার খাদানে (Khadaan) ইধিকা (Idhika)। অনেক নিন্দুক বলছেন, দেব নাকি টেকনিক্যালি ব্যাপারটা খেলছেন। নতুন নায়িকাদের নিয়ে কাজ করতে হলে, বেশি বাজেট লাগে না।
কী বলছেন দেব? (Khadaan)
সত্যি কি তাই? এক্ষেত্রে দেবের সোজা সাপটা উত্তর (Khadaan)। ট্রাইব টিভির সাক্ষাৎকারে বললেন, তিনি এখন হিরো কেন্দ্রিক কাজ করছেন না। চরিত্র কেন্দ্রিক কাজ করছেন। আর তাছাড়া তাঁর সঙ্গে শুধু নতুন নায়িকা নন, নতুন নতুন ডিরেক্টরও কাজ করছেন। চরিত্রের সঙ্গে যাকে মানাবে, তাকেই নেওয়া হচ্ছে। কে অভিনয় করবেন, পুরো বিষয়টা নির্ভর করছে চরিত্রের উপর।
খাদান জ্বরে কাবু বাংলা (Khadaan)
শুধুমাত্র বলিউড কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়। টলিউডও যে এই ধরনের অ্যাকশন মুভি পারে, তা প্রমাণ করে দিয়েছেন দেব (Khadaan)। অ্যাকশনের পাশাপাশি নাচ গানে দুর্দান্ত ছবি। খাদান জ্বরে কাবু এখন গোটা বাংলা। সিনেমা হল গুলোতে রাজার রাজা হচ্ছে একের পর একটা ভিডিও।
আরও পড়ুন: Dui Shalik Upcoming Episode: বড়দিনে যমজ বোনের পর্দা ফাঁস, সবটা জেনে যাবে দেবা-গৌরব
নয়া অবতারে স্নেহা
খাদানের মোশন পোস্টারে নতুন চরিত্রের ঝলক দেখা গিয়েছিল। কুঠারি হাতে নয়া অবতারে ধরা দিয়েছিলেন অভিনেত্রী স্নেহা বোস। স্নেহার সোশ্যাল মিডিয়ার চোখ রাখলে গ্ল্যামারাস ফটোশুটের ছড়াছড়ি। গর্জিয়াস লুক। সেখানে স্নেহার রূপ দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। যেন দু’চোখ দিয়ে আগুন ঝরছে। বড় পর্দায় স্নেহার মারকাটারি অভিনয়। যেখানে দেব যিশুর মতো সুপারস্টারদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেছেন স্নেহা।
বরখার সঙ্গে দেবের সম্পর্ক
আর এর আগেও বরখা বিস্তকে ‘দুই পৃথিবী’তে দেবের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল। সেই ছবিতে বরখার ভূমিকা স্বল্প পরিসরে থাকলেও, মানুষ আজও মনে রেখেছে। মাঝে বহুদিন বরখা বাংলা ছবিতে কাজ করেননি। দেব বরখাকে ফোন করে বলেছিলেন, খাদানের মতো একটা ছবি হচ্ছে। ছবিটিতে বরখাকে অভিনয় করতে হবে। দুজনের মধ্যে সম্পর্ক খুবই ভালো। কাজ শুরু হওয়ার কয়েকদিন আগে বরখা দেবতে ফোন করেছিলেন। বলেছিলেন, কাজটা হচ্ছে তো? অপর প্রান্ত থেকে দেব উত্তর দিয়েছিলেন, হ্যাঁ হচ্ছে।
আরও পড়ুন: Alia Bhatt: আলিয়ার সংসারে অশান্তি, বৌমাকে পাত্তা দিলেন না নিতু কাপুর!
কয়লা খনির গল্প
ছবিতে কথা বলবে চরিত্র কয়লা খাদান নিয়ে গল্প। সেখানে প্রত্যেকটি চরিত্র পারফেক্ট ম্যাচ করেছে। এখানে নতুন মুখ এন্ট্রি নিল, নাকি বাজেট কমের জন্য দেব নতুন মুখ বাছলেন, এ সমস্ত প্রসঙ্গ নিতান্তই অহেতুক। এমনটাই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা। এর আগেও ট্রাইব টিভির সাক্ষাৎকারে, দেব স্পষ্ট ভাবে বলে দিয়েছিলেন, ছবিটি একেবারেই চরিত্র কেন্দ্রিক। খাদান হিরো কিংবা হিরোইন কেন্দ্রিক কোনও ছবি নয়। এই ছবিতে চরিত্র কথা বলবে। চরিত্রের প্রয়োজনে যে অভিনেতা কিংবা অভিনেত্রীর লুক পারফেক্ট মনে হয়েছে, তাকে সেই চরিত্রের জন্য অফার করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ইধিকা, স্নেহা, বরখা, যীশু সবাই।