ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুঝিয়ে দিলেন, এখনও তিনিই তৃণমূলের (TMC) শেষ কথা। গত লোকসভা ভোটের মতো সোমবারের কালীঘাটের বৈঠকেও তিনি গুরুত্ব দিলেন প্রবীণদের। বেঁধে দিলেন মুখপাত্রদের এক্তিয়ার। গুরুত্ব দিলেন দলীয় শৃঙ্খলায়।
জিইয়েই রইল তৃণমূলের নবীন-প্রবীণ লড়াই। দীর্ঘ বিরতির পর সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক সারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল সহ শীর্ষ নেতৃত্বরা। তৃণমূলের (TMC) জাতীয় কর্মসমিতিতে নবীনের প্রতিনিধিত্ব বাড়বে কি না, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকার পর থেকেই সে প্রশ্ন উঠেছিল। কিন্তু বৈঠকের শেষে দেখা গেল, নবীনের সংখ্যা বৃদ্ধি তো দূরস্থান, উল্টে প্রবীণদের প্রতিনিধিত্বই বৃদ্ধি পেল।
আরও পড়ুন: Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন শান্তনুর, হেফাজতে চাইতে পারে CBI
আরও পড়ুন: SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ প্রোমোটর
পুনর্গঠিত কমিটিতে জায়গা পেলেন দলের পাঁচ প্রবীণ নেতা— বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, দুই সাংসদ মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের দুই মন্ত্রী জাভেদ খান এবং মানস ভুঁইয়া। এঁরা সকলেই মমতার ‘ঘনিষ্ঠ ও আস্থাভাজন’ বলেই তৃণমূলের (TMC) অন্দরে পরিচিত। দিল্লির মুখপাত্রের পদ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এ ছাড়াও ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেব, কাকলি ঘোষদস্তিদার, সাগরিকা ঘোষ এবং কীর্তি আজ়াদকে একই দায়িত্ব দেওয়া হয়েছে।
তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে অপরাজিতা বিল নিয়েও নেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। অপরাজিতা বিলের সমর্থনে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। আগামী ১০ ডিসেম্বর দিল্লিতে রাষ্ট্রপতির কাছে যাবেন তৃণমূলের ১৫ সদস্যের প্রতিনিধি। দলে থাকবেন ১০ জন সাংসদ ও ৫ জন মহিলা মন্ত্রী। এই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও চিঠি দেওয়া হবে। সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে এ কথা জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima bhattacharjee)।
আরও পড়ুন: Waqf Amendment Bill: বঙ্গ বিধানসভায় কেন্দ্রের ওয়াকফ ইস্যু, বিরোধিতায় পথে নামছে তৃণমূল
একইসঙ্গে একগুচ্ছ নতুন কর্মসূচি ঘোষণা তৃণমূলের (TMC)। ৩০ নভেম্বর ব্লকে ব্লকে অপরাজিতা বিলের সমর্থনে মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের। ১ ডিসেম্বর রাজ্য জুড়ে ধর্না। দলের গুরুত্বপূর্ণ বৈঠক। মধ্যমণি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপাশে দলের দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত বর্ষীয়ান নেতারা। সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিয়ে হয় আলোচনা। বৈঠক থেকে দলের সাংগঠনিক ক্ষেত্রে তেমন ভাবে রদবদলের ছবি না মিললেও। প্রবীণদেরই যে ‘গরিষ্ঠতা’ রইল তৃণমূলে তা চন্দ্রিমা ভট্টাচার্যের কথাতেই স্পষ্ট।