ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৪ সালের ৬ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পৌলমী দাস (Poulomi Das Marriage)। পৌলমীর বিয়েতে থাকছে পুরোটাই সাবেকি ছোঁয়া। অভিনেত্রী বিয়েতে পরছেন লাল টুকটুকে বেনারসি। তার সঙ্গে কপালে থাকছে কলকা। বিয়েতে কিন্তু মেহেন্দি পরছেন না। পরিবর্তে বিয়েতে হাতে পরছেন আলতা। তাঁর বিয়ের গয়নার মধ্যেও রয়েছে সাবিকিয়ানা। সাজবেন মায়ের গয়নায়। এর আগে আইনি বিয়ের দিনও তিনি যে টিকলিটি পরেছিলেন, সেটি ছিল তাঁর মায়ের। বিয়েতে সেই নিয়মের ব্যতিক্রমে যাবেন না। মায়ের গয়নার ছোঁয়া রইবে তাঁর গোটা সাজে।
বাজবে সানাই (Poulomi Das Marriage)
পৌলমীর বিয়েতে (Poulomi Das Marriage) থাকবে লাইভ সানাইয়ের অনুষ্ঠান। আগেকার দিনে বাঙালি বাড়ির বিয়েতে ঠিক যেমনটা হত, ঠিক সেই ছোঁয়াটাই তিনি ফিরিয়ে আনতে চাইছেন। নিজের জীবনের অন্যতম স্পেশাল দিন বলে কথা। মেনুতেও রয়েছে সাবেকিয়ানা। তিনি আগেকার দিনের মতন রাখছেন নিজের বিয়ের মেনু।
কী থাকছে মেন্যুতে (Poulomi Das Marriage)
সেই মেনুতে (Poulomi Das Marriage) সংযোজন হয়েছে লটে মাছ ও মরিচ মটন। পুরনো দিনের বাঙালি রান্নার ঠিক যেমন হতো, সেই রকমই রাখতে চেয়েছেন তার বিয়ের মেনু। এছাড়াও মিষ্টিতে অবশ্যই রাখছেন জিলিপি। চাল কুমড়ো জন্য রাখছেন এটি লাইভ কাউন্টার। চাল কুমড়োকে ব্যবহার করে আধুনিকতা ছোঁয়া এনে অতিথিদের খাওয়াবে এক নতুন মেনু।
আরও পড়ুন: Didi Number 1: রচনা ম্যাজিকে হাজারের গণ্ডি পার, স্ক্রিপ্ট ছাড়াই তিনি ‘দিদি নম্বর ওয়ান’!
বিয়েতে আছে ড্রেস কোড
অভিনেত্রী বিয়েতে কিন্তু ড্রেস কোড বেঁধে দিয়েছেন। তাঁর পরিবারের লোকজন থেকে শুরু করে কাছের বন্ধু-বান্ধবের জন্য। সবাইকে অনুরোধ করেছেন, সবাই যেন তাঁর বিয়েতে শাড়ি এবং ধুতি পাঞ্জাবি পরে। বিয়েতে শাড়ি পরার ধরনটাও কিন্তু হতে হবে আটপৌড়ে। এইসব দিক থেকে ভীষণ সিরিয়াস হয়ে বিয়ের তোড়জোড় শুরু করেছেন।
নিজে কী পরবেন?
বিয়ের দিন বেনারসি পরলেও, রিসেপশনের দিন পরবেন কাঞ্জিভরম শাড়ি। তিনি বিয়ের এই দুই অনুষ্ঠানেই শাড়ি পরছেন। বিয়ের সব অনুষ্ঠানে চাইছেন বাঙালিয়ানার ছোঁয়া রাখতে। সেই কারণেই দুই দিনের অনুষ্ঠানের জন্য দুই রকম শাড়ি বেছে নেওয়া। বিয়ের পরের দিন নতুন শ্বশুরবাড়িতে গিয়ে অভিনেত্রী রিসেপশনের জন্য মেহেন্দি পরবেন।
আরও পড়ুন: Naga Chaitanya Marriage: ওটিটি প্ল্যাটফর্মে নাগা চৈতন্যর দ্বিতীয় বিয়ে, সরাসরি দেখবে দর্শক!
দিনক্ষণ পাকা
আপাতত পৌলমী ডিসেম্বরের ৪ তারিখ অবধি শ্যুটিং করবেন। চলতি বছরের ডিসেম্বরে ৫ তারিখে মায়ের কাছে শেষ আইবুড়ো ভাত খাবেন। ছুটি না পাওয়ায় সেইভাবে সবার কাছে আইবুড়ো ভাত খেতে যেতে পারছেন না। এখনও পর্যন্ত অভিনেত্রীর ব্যাগ গোছানো কাজ সেভাবে শুরু করেননি। নতুন বাড়িতে যাবার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র সবই আনিয়ে রেখেছেন। কিন্তু শুটিংয়ের চাপে পড়ে সময় করে উঠতে পারছেন না।
নিজের কাজ ও নিজের নতুন জীবনকে একসঙ্গে ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন। বিয়ের অনুষ্ঠান মিটতে মিটতে ডিসেম্বরের ৯ তারিখ হয়ে যাবে। অভিনেত্রী শুটিং ফ্লোরে ফিরে ফিরবেন ডিসেম্বরের ১০ তারিখ। যদিও ছুটি না পাওয়ায়, মন খারাপ বিশেষ নেই। যখন পরবর্তীতে পৌলমী ছুটি পাবেন, তখনই স্বামীর সঙ্গে হানিমুনে যাওয়ার প্ল্যান করবেন।