তৃণমূলের রাজ্যজুড়ে সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন, হাইকোর্টে মামলা শুভেন্দুর

মাত্র এক সপ্তাহের অপেক্ষা। তার আগেই রামমন্দির উদ্বোধন ঘিরে মঙ্গলবার (16.01.2024) থেকে শুরু হয়ে গিয়েছে উদ্বোধন পর্বের সূচনা। পুজোপাঠ আচার-অনুষ্ঠান। জানুন বিস্তারিত...

তৃণমূলের রাজ্যজুড়ে সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন, হাইকোর্টে মামলা শুভেন্দুর
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আগামী ২২ জানুয়ারি তৃণমূলের (TMC) রাজ্যজুড়ে সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামীকাল মামলার শুনানি। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির (Ram Temple) উদ্বোধনের দিন সংহতি মিছিল করবেন বলে ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করার ডাক দিয়েছেন তিনি। যাবেন মন্দির, মসজিদ, গুরুদ্বারে। দলীয় নেতৃত্বকে রাজ্য জুড়ে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিল করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)।

তৃণমূলের (TMC) ডাকে রাজ্যে সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই মিছিলের ফলে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে অভিযোগ করে ওই দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্যেও কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। আগামীকাল এই মামলার শুনানি। 

প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহের অপেক্ষা। তার আগেই রামমন্দির উদ্বোধন ঘিরে মঙ্গলবার (16.01.2024) থেকে শুরু হয়ে গিয়েছে উদ্বোধন পর্বের সূচনা। পুজোপাঠ আচার-অনুষ্ঠান। আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গর্ভগৃহের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন। তার আগে মঙ্গলবার থেকে রাম মন্দিরের পুজো অনুষ্ঠানের সূচি প্রকাশ করল মন্দির ট্রাস্ট। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে রামের জন্মভূমি অযোধ্যার রামমন্দির। প্রধানমন্ত্রী নিজের হাতে উদ্বোধন করবেন রামমন্দিরের। শুধু তাই নয়, আগামী সাতদিন ধরে চলবে উদ্বোধন পর্বের একাধিক কর্মসূচী। আগামী এক সপ্তাহ রামমন্দিরের উদ্বোধন ঘিরে কার্যত উৎসবের মরশুমে ভাসতে চলেছে দেশবাসী।