ISL-র মেগা ম্যাচ যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল, ডার্বির উত্তেজনায় ফুটছে শহর

১২ বছর পর সুপার কাপ চ্যাম্পিয়ন করে ইস্টবেঙ্গল তাঁবুতে এনে দিয়েছেন ট্রফি। সুপার কাপে মোহনবাগানকে হারালেও আজকের ম্যাচে প্রতিপক্ষকে যথেস্ট সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত।

ISL-র মেগা ম্যাচ যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল, ডার্বির উত্তেজনায় ফুটছে শহর
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আজ এই মরশুমের আইএসএলের প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপারজায়ান্ট ও ইমামি ইস্টবেঙ্গল। সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েই আজ ডার্বিতে নামছে লালহলুদ বাহিনী। সেখানে এই ইস্টবেঙ্গলের কাছে হেরেই সুপার কাপ থেকে ছিটকে যেতে হয়েছিল মোহনবাগানকে। আইএসএলের শেষ তিন ম্যাচে হারায় সবুজ মেরুনে বদল হয়েছে কোচ। আজ ডার্বি দিয়েই সবুজ মেরুনে দ্বিতীয় ইনিংস শুরু করছেন কোচ হাবাস। তাই আজকের মেগা ম্যাচ জিততে মরিয়া সবুজ মেরুন শিবিরও। ডার্বির উত্তেজনায় ফুটছে গোটা শহর। 

তাঁর জাদুর ছোঁয়ায় গত কয়েক মাসে বদলে গিয়েছে গোটা দলটাই। ছন্দহীন একটা দলের দায়িত্ব নিয়ে ইস্ট বেঙ্গলকে তুলেছে ডুরান্ড কাপের ফাইনালে। ১২ বছর পর সুপার কাপ চ্যাম্পিয়ন করে ইস্টবেঙ্গল তাঁবুতে এনে দিয়েছেন ট্রফি। সুপার কাপে মোহনবাগানকে হারালেও আজকের ম্যাচে প্রতিপক্ষকে যথেস্ট সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। আজকে নিজেদের ফেভারিট মানতেও রাজি নন তবে দল জয়ের জন্যই মাঠে নামবে বলে জানিয়ে দিলেন তিনি। ক্লেটন, শৌভিক, নন্দকুমার রয়েছেন দুরন্ত ছন্দে। তাই জয় নিয়ে ইস্টবেঙ্গল লাল হলুদ কোচ। 

 আজকের ডার্বিতেও টিম ইস্টবেঙ্গল ও সমর্থকরা তাকিয়ে রয়েছেন তাঁর দিকে। দুরন্ত ছন্দে রয়েছেন গোলও পাচ্ছেন নিয়মিত। বড় ম্যাচের গুরুত্ব কতটা তা খুব ভালো করেই জানেন লাল হলুদের মিস্টার ডিপেন্ডেবল ক্লেটন সিলভা। আজও দলকে জিতিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান ক্লেটন। প্রতিপক্ষ যখন দুরন্ত ছন্দে তখন কিছুটা হলেও ব্যাকফুটে মোহনবাগান সুপারজায়ান্ট। আইএসএলের শেষ তিন ম্যাচে হার। এএফসি কাপেও হতাশাজনক পারফর্মান্সের জন্য কোচ হুয়ান ফেরান্দোর চাকরি গিয়েছে। আজকের ডার্বি দিয়েই সবুজ মেরুনের দ্বিতীয় ইনিংস শুরু করছেন কোচ লোপেজ আন্টনিও হাবাস। মরশুমের মাঝপথে দায়িত্ব নেওয়ায় কাজটা কঠিন বলে স্বীকার করে নিয়েছেন স্প্যানিশ কোচ। তবে আজ প্রায় পূর্ণ শক্তির দলকেই হাতে পাবেন হাবাস। প্রথম একাদশে সাত ফুটবলারই যোগ দিয়েছেন দলে। চোট সারিয়ে দলে ফিরেছেন আনোয়াড়, সাহাল। তবে পুরো ফিট না হওয়ায় এই ম্যাচে পাওয়া যাবে না আশীষ রাইকে। খেলতে পারবেন না লিস্টন কোলাসোও। তাই আজ বড় ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে আশাবাদী হাবাস। তিনি যে কোনও দিন ডার্বি হারেননি সেটাও মনে করিয়ে দিয়েছেন হাবাস। 

শেষ তিন ডার্বিতে দুটোতেই হার। ওই দুই ডার্বিতেই গোল করেছেন ইস্টবেঙ্গলের নন্দকুমার। তাই নন্দ আজও সবুজ মেরুনের মাথা ব্যথার বড় কারণ তাতে কোনও সন্দেহ নেই। সঙ্গে দোসর ক্লেটনের দুরন্ত ফর্ম। তবে বিপক্ষে নিয়ে বেশি ভাবতে রাজি নন সবুজ মেরুন অধিনায়ক শুভাশিস বসু। আনোয়ার চলে আসায় ডিফেন্স আরও মজবুত হয়েছে বলেই আত্মবিশ্বাসী শুভাশিস। তাই আজ জয়ের জন্যই মাঠে নামবেন বলে জানিয়ে দিলেন তিনি। সেইসঙ্গে এটাও মনে করিয়ে দিলেন মোহনবাগানের রক্তে রয়েছে জয়। আইএসএলের প্রথম ডার্বিকে ঘিরে ফুটছে শহর। তবে আজ শেষ হাসি কে হাসবে তা সময়ই বলবে।