Air Conditioner: মার্চের গরমেই অবস্থা কাহিল! ঘরে আনুন আকর্ষণীয় দামে প্রিমিয়াম মডেলের AC

প্রতিবছর গ্রীষ্মকালে সারা ভারতে তাপমাত্রার সমসত্ত্ব বৃদ্ধি দেখা যায়। কোম্পানির সম্ভারে শীর্ষস্থানীয় 'Heavy Duty ACs' ডিজাইন করা হয়েছে উন্নতমানের নির্দেশ দিয়ে। বিস্তারিত পড়ুন...

Air Conditioner:  মার্চের গরমেই অবস্থা কাহিল! ঘরে আনুন আকর্ষণীয় দামে প্রিমিয়াম মডেলের AC
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: চৈত্র মাস শুরুর আগেই দেশজুড়ে প্রবল গ্রীষ্মের দাপট। এই গরমে বেড়েছে কুলার, ফ্যান ও এসির চাহিদা। এই সময়, যখন এসি-র চাহিদা তুঙ্গে, কেউ যদি কম বাজেটে ভাল এসি কেনার কথা ভেবে থাকেন তবে এই দারুন অফার কাজে লাগতে পারে। ২০২৪ সালের জন্য Blue Star লঞ্চ করল ১০০-৪ বেশি সাশ্রয়কর এবং প্রিমিয়াম মডেলের রুম এয়ার কন্ডিশনারের নতুন সম্ভার। ব্লু স্টার তাঁদের ইনভার্টার স্পিল্ট এসি সেগমেন্টে তিনটে বিভাগ লঞ্চ করেছে। এগুলোর মধ্যে আছে ২-স্টার, ৩-স্টার, ৫-স্টার বিকল্পে ফ্ল্যাগশিপ, প্রিমিয়াম ও সাশ্রয়কর সম্ভার। এগুলো পাওয়া যাচ্ছে 0.8TR থেকে 2.2TR পর্যন্ত কুলিং ক্ষমতায় আকর্ষণীয় দামে,শুরু ২৯,৯৯০ টাকা থেকে। 

ফ্ল্যাগশিপ সম্ভার:- ব্লু স্টার সমীহ করার মত ফ্ল্যাগশিপ মডেলের সম্ভার লঞ্চ করেছে। যার মধ্যে আছে Super Energy Efficient AC, 'Heavy Duty ACs', Smart Wi-Fi Acs,' Hot and Cold Acs with Anti Virus Technology'. এছাড়াও ব্লু স্টার তার উত্তরাধিকার স্মরণ করাতে ৮০ বছর পূর্তি উপলক্ষে একটা বিশেষ সংস্করণের এসিও লঞ্চ করেছে। সেই মডেল সর্বাঙ্গীণ প্রযুক্তিতে ঠাসা এবং তাতে একাধিক উদ্ভাবনীমূলক ফিচারও রয়েছে। ফলে সেটা হয়ে উঠেছে দেশের সবচেয়ে উন্নত এয়ার কন্ডিশনার। ব্লুস্টারের Super Energy Efficient ACs-তে আছে এক অনন্য ডায়নামিক ড্রাইভ টেকনোলজি, যাতে হাই-এয়ারফ্লো ভলিউম সরবরাহ করে যতদূর সম্ভব ঠান্ডা করার সঙ্গে সঙ্গে বিদ্যুত সাশ্রয়ও বর্ধিত হয়। এরফলে 1TR ইনভার্টার স্প্লিট এসি 6.25 ISEER অর্জন করেম যা ৩-স্টার ইনভার্টার এসির চেয়ে ৬৪% বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।  

আরও পড়ুন: https://www.tribetv.in/Ed-and-cbi-claims-that-some-important-names-coming-in-leaps-and-bounds-case

প্রতিবছর গ্রীষ্মকালে সারা ভারতে তাপমাত্রার সমসত্ত্ব বৃদ্ধি দেখা যায়। কোম্পানির সম্ভারে শীর্ষস্থানীয় 'Heavy Duty ACs' ডিজাইন করা হয়েছে উন্নতমানের নির্দেশ দিয়ে। এগুলো অত্যন্ত শক্তিশালী এবং ৫৬ ডিগ্রি সেলসিয়াসেও দ্রুততর কুলিং স্বাচ্ছন্দ্য যোগাতে পারে। এই এসিগুলো ৫৫ ফুট পর্যন্ত এয়ার থ্রো থাকে এবং ৪৩ ডিগ্রি সেলসিয়াসেও ১০০% ঠান্ডা করার ক্ষমতা রাখে। এই কোম্পানি Smart Wi-Fi Acs লঞ্চ করেছে। এগুলোতে কাস্টমাইজড স্লীপের মত অনন্য ও স্মার্ট ফিচারও রয়েছে, যাতে তাপমাত্রার ফ্যানের গতি, কুল/ফ্যান মোড প্রিসেট করা যায়। এবং ১২ ঘন্টা নির্বিঘ্নে ঘুমানোর জন্য এসি প্রতি ঘন্টায় সুইচ অন/অফ করা যায়। ভয়েস কমান্ড প্রযুক্তির মাধ্যমে ক্রেতারা অ্যামাজন অ্যালেক্সা বা গুগল হোমের মত স্মার্ট ডিভাইসগুলোর  মাধ্যমে নিজেদের এসি চালাতে পারেন। ইংরেজি/হিন্দিতে ভয়েস কমান্ড দিয়ে। 

আরও পড়ুন: https://www.tribetv.in/WB-CM-Mamata-Banerjee-ordered-strong-action-against-the-criminals-who-murdered-in-nimta

কোম্পানির নতুন সম্ভার যা স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যের সমন্বয় ঘটিয়েছে। অর্থাৎ 'Ac with anti virus technology'। এটা কার্যকরীভাবে ক্ষতিকর জীবাণু এবং পদার্থের কণাগুলোকে ফিল্টার করতে পারে। বিশেষ করে শীতকালে এই এসিগুলো এয়ার পিউরিফায়ার হিসেবেও ব্যবহার করতে পারেন। ক্রেতাদের সাধ্যমত দামেও ব্যাতিক্রমী ঠান্ডা যোগানো ছাড়াও ব্লু স্টারের এয়ার কন্ডিশনার তার গুণমান, নির্ভরযোগ্যতা এবং টেকসই হওয়ার জন্য প্রসিদ্ধ। কোম্পানি ইনভার্টার কম্প্রেসরে আজীবন ওয়ারেন্টি দেয়, PCB-তে পাঁচবছরের ওয়ারেন্টি এবং নিজের প্রোডাক্টগুলোর জন্য সহজ ফাইন্যান্সিং বিকল্প। এ বছর ব্লু স্টারের ৮০ বছর পূর্ণ হল। এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছানো স্মরণীয় করে রাখতে কোম্পানি লঞ্চ করেছে সীমিত সময় ধরে ক্রেতাদের জন্য একগুচ্ছ বিশেষ অফার। এরমধ্যে অআছে ৮০ মাসের ওয়ারেন্টি, দিন পিছু ৮০ টাকার মাসিক কিস্তি, ৬৮০ টাকার ভর্তুকিযুক্ত ইনস্টলেশন এবং সমস্ত এসিতে একাধিক ক্যাশব্যাক ও কনজিউমার ফাইন্যান্স অফার।