লোকসভার আগে মমতার ২১-এর আশ্বাস, ২১ লক্ষ বঞ্চিত শ্রমিকের বকেয়া মেটাবে রাজ্য সরকার

১০০ দিনের কাজে যারা টাকা পাননি সেই সব বঞ্চিত শ্রমিকদের টাকা মেটাবে রাজ্য সরকার। শনিবার রেড রোডের ধর্নামঞ্চ থেকে নিজেই এ কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুন আরও...

লোকসভার আগে মমতার ২১-এর আশ্বাস,  ২১ লক্ষ বঞ্চিত শ্রমিকের বকেয়া মেটাবে রাজ্য সরকার
ছবি সৌজন্যে- ফেসবুক

ট্রাইব টিভি ডিজিটাল: বকেয়া বঞ্চনা নিয়ে লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ২১ লক্ষ বঞ্চিতের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। বঞ্চিত ২১ লক্ষ শ্রমিকের বকেয়া মেটানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর। রেড রোডের ধর্নামঞ্চ থেকে বড় ঘোষণা তৃণমূল সুপ্রিমোর।  মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ এর আশ্বাস। ১০০ দিনের কাজে যারা টাকা পাননি সেই সব বঞ্চিত শ্রমিকদের টাকা মেটাবে রাজ্য সরকার। শনিবার রেড রোডের ধর্নামঞ্চ থেকে নিজেই এ কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতি কেন্দের বিমাতৃসুলভ আচরণ, বকেয়া বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বহুবার সুর চড়া করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এই নিয়ে বারংবার অভিযোগ করে এসেছেন তৃণমূল সুপ্রিমো। তবে এবার ১০০ দিনের কাজের টাকা নিয়ে রেড রোডের ধর্নামঞ্চ বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই। ২১ লক্ষ মজদুর যাঁদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী ২১ ফেব্রুয়ারি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। রাজ্য সরকার দেবে।'  

আরও পড়ুন: https://www.tribetv.in/West-Bengal-Trinamool-congress-called-on-dharna-protest-upcoming-days

 একইসঙ্গে মমতা বলেন, 'আবাসনের ১১ লক্ষ টাকাও ক্লিয়ার করেও করেনি। যারা বাড়ি পাননি তাঁদেরও পরে টাকা দেব।' কিন্তু এই বিপুল টাকা আসবে কোথা থেকে? মুখ্যমন্ত্রী সে জবাবও দেন এদিন মঞ্চ থেকেই। জানান, এটা মানুষের টাকা, মাটির টাকা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, তিন বছর ধরে ১০০ দিনের শ্রমিকদের টাকা দেয়নি কেন্দ্র। সেই হকের টাকা দেবে বাংলার সরকার, জানিয়ে দেন মমতা। 

আরও পড়ুন: https://www.tribetv.in/WB-CM-Said-that-tmc-will-fight-solo-against-bjp

মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার বার বলেছেন, কাজ করানোর পরেও যে ২১ লক্ষ মানুষের মজুরি কেন্দ্রীয় সরকার মেটায়নি তার পরিমাণ সাড়ে সাত হাজার কোটি টাকা। সেই টাকা রাজ্য মেটাবে। তবে  রাজনৈতিক মহলের মতে, ২০২৪-এর লোকসভা ভোটের আগে নিঃসন্দেহে এদিনের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক। ১০০ দিনের কাজের টাকার বঞ্চনার অভিযোগকে সামনে রেখে টানা লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের ঘোষণা সেই লড়াইয়ের পালে যে হাওয়া দিল, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।