ভোটে লড়ার টাকা নেই, নির্বাচনে লড়ছেন না নির্মলা সীতারমণ!

দেশের অর্থমন্ত্রীর কাছে নেই ভোটে লড়ার অর্থবল। লোকসভা নির্বাচনে লড়ার প্রস্তাব খারিজ নির্মলা সীতারমণের

ভোটে লড়ার টাকা নেই, নির্বাচনে লড়ছেন না নির্মলা সীতারমণ!
নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, ফাইল চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: লোকসভা ভোটে না লড়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Minister of Finance of India) নির্মলা সীতারমণের। দেশের অর্থমন্ত্রীর কাছে নেই নির্বাচনের লড়াইয়ে নামার পর্যাপ্ত অর্থবল। ভোটে না-লড়া নিয়ে এক অভিনব যুক্তি দিলেন নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।  

আসন্ন লোকসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকায় আছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) । তবে তিনি ভোটে লড়ছেন না। ভোটে না লড়ার যুক্তিও দিয়েছেন তিনি। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সারা দেশের অর্থ ভাণ্ডার সামলান তিনিই। ভোটে দাঁড়াতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা তাঁর কাছে নেই বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর তহবিল নিয়ে প্রশ্ন ওঠায় তিনি বলেন ‘আমার বেতন, আমার উপার্জন এবং আমার সঞ্চয় একান্ত ভাবেই আমার। এটা দেশের কনসলিডেটেড ফান্ডও নয়।’ 

আরও পড়ুন: https://www.tribetv.in/CBI-summons-Journalist-Mathew-Samuel-in-Narada-case
 
এই সিদ্ধান্তের জন্য আরও একটি ব্যাখ্যা দিয়েছেন নির্মলা সীতারমণ। বিজেপি সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) তাঁকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিকল্প দিয়েছিলেন। তবে সীতারমণের দুটি আসনের মধ্যে একটি আসনও পছন্দ নয়। তাই সেই প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেন। অন্ধ্রপ্রদেশ বা তামিলনাডু কোনও জায়গারই প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।