Tata Steel 25k 2023: টাটা স্টিল ম্যারাথনে দৌড়বেন Asian Games অলিম্পিক তারকারা

২০২২-এর এশিয়ান গেমসে ১০,০০০ মিটার দৌড়ে রুপো জিতেছিলেন কার্তিক কুমার। এলিট পুরুষদের বিভাগে তাঁর উপর সবার নজর থাকবে। বিস্তারিত জানুন...

Tata Steel 25k 2023: টাটা স্টিল ম্যারাথনে দৌড়বেন Asian Games অলিম্পিক তারকারা
গোপী থোনাকল, তামসি সিং ও কার্তিক কুমার (বাঁ দিক থেকে) নিজস্ব চিত্র।।

ট্রাইব টিভি ডিজিটাল: ভারতের বৃহত্তম দৌড় উৎসব অষ্টম টাটা স্টিল কলকাতা২৫কে ঘিরে চড়ছে উদ্দীপনার পারদ। ২৫কে ম্যারাথনের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এশিয়ান গেমসের রুপোজয়ী কার্তিক কুমার। এছাড়াও থাকবেন অলিম্পিয়ান ও এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়ন গোপী থোনাকাল এবং টামসি সিং। এছাড়াও থাকবেন একতা রাওয়াত, নির্মা ঠাকুর, ফুলন পাল, নন্দিনী গুপ্ত, রেশমা কেভাতে এবং শ্যামলী সিং। মেয়েদের বিভাগে আন্তর্জাতিক অ্যাথলিটদের মধ্যে উল্লেখযোগ্য নাম ইয়ালেমজেরফ ইয়েহুয়ালো। ইথিওপিয়ান অ্যাথলিট ১০কে ম্যারাথনে রেকর্ডের অধিকারী। পুরুষদের বিভাগে রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু"বারের রুপোজয়ী কেনিয়ার ড্যানিয়েল সিমিউ ইবেনয়ো। ১৭ ডিসেম্বর রেড রোডে অনুষ্ঠিVCত হবে টাটাস্টিল ম্যারা ২০১৪ সালে শুরু হয়েছিল পূর্ব ভারতের এই চলমান বিপ্লবের। এ বার অষ্টম সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে এ বারের টাটা স্টিল কলকাতা ম্যারাথন (Tata Steel Kolkata 25K)। 

এই প্রতিযোগিতার ট্যাগলাইন 'আমার কলকাতা আমার রান'। পুরস্কারমূল্য ১০০,০০০ ডলার। দেশের সেরা ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। এলিট পুরুষ ও মহিলা বিজয়ীদের জন্য সমান পুরস্কারমূল্য রাখা হয়েছে। এছাড়া প্রতি রেসে জয়ী প্রথম তিনজনকে ২,৭৫,০০০, ২০০,০০০ এবং ১,৫০,০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া পুরুষ ও মহিলা রানার্সআপকে ১ লাখ টাকা বোনাস দেওয়া হবে।

এর আগে, ২০২২-এর এশিয়ান গেমসে ১০,০০০ মিটার দৌড়ে রুপো জিতেছিলেন কার্তিক কুমার। এলিট পুরুষদের বিভাগে তাঁর উপর সবার নজর থাকবে। ১৯৯৮ সালে গুলাব চাঁদের পর তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে এই কৃতিত্ব অর্জন করেছেন। গত দুই বছর যাবৎ কার্তিক কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন। 

উল্লেখ্য, টাটা স্টিল লিমিটেড হল ভারতের একটি বহুজাতিক ইস্পাত তৈরির কারখানা। এটি ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত। এছাড়াও মুম্বইয়ের মহারাষ্ট্রে এর সদর দফতর। এটি টাটা গ্রুপেরই একটি অংশ। আগে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড (টিসকো) নামে পরিচিত ছিল। টাটা ইস্পাত বিশ্বের বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী কোম্পানিগুলির মধ্যে একটি। যার বার্ষিক অপরিশোধিত ইস্পাত ক্ষমতা প্রায় 35 মিলিয়ন টন। এটি বিশ্বের অন্যতম ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় ইস্পাত উৎপাদনকারী সংস্থা। সারা বিশ্বের এবং বাণিজ্যিক ভাবেও বৃহত্তর একটি সংস্থা। Tata গ্রুপ চলতি বছরের 31 মার্চ পর্যন্ত আর্থিক বছরে প্রায় US$31 বিলিয়ন ডলার উপার্জনে রেকর্ড করেছে। এটি ভারতের বৃহত্তম ইস্পাত কোম্পানি (অভ্যন্তরীণ উত্পাদন দ্বারা পরিমাপ করা হয়েছে) যার বার্ষিক ক্ষমতা 21.6 মিলিয়ন টন ইস্পাত। ইন্ডিয়া লিমিটেড (SAIL), টাটা স্টিল, সেল এবং জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার। শুধুমাত্র তিনটি ভারতীয় ইস্পাত কোম্পানী যাদের ক্যাপটিভ লোহা আকরিক খনি রয়েছে। যা তিনটি কোম্পানিকে মূল সুবিধা দেয়। 

টাটা স্টিল ভারত, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্যের মূল কার্যক্রম সহ 26টি দেশে কাজ করে এবং প্রায় 80,500 জন লোক নিয়োগ করে। এর বৃহত্তম প্ল্যান্ট ঝাড়খণ্ডের জামশেদপুরে রয়েছে। 2007 সালে টাটা স্টিল যুক্তরাজ্য-ভিত্তিক ইস্পাত প্রস্তুতকারক কোরাসকে অধিগ্রহণ করে। এরপর ২০১৪ সালে ফরচুন গ্লোবাল 500 র‍্যাঙ্কিং- এ এটি বিশ্বের বৃহত্তম কর্পোরেশনগুলির মধ্যে 486 তম স্থানে ছিল। শুধু তাই নয়, ব্র্যান্ড ফাইন্যান্স অনুসারে এটি 2013 সালের সপ্তম সবচেয়ে মূল্যবান ভারতীয় ব্র্যান্ড হিসেবে উঠে এসেছে।