কংগ্রেসের বাকি আসন ঘোষণার অপেক্ষায় আলিমুদ্দিন

 পুরুলিয়ায় শেষমেশ যদি ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেয় তাহলে সেখানেও বাম ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হবে না। সিপিএমের উপর বেজায় ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব

কংগ্রেসের বাকি আসন ঘোষণার অপেক্ষায় আলিমুদ্দিন
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আলিপুরদুয়ার—কোচবিহার—পুরুলিয়ায়, বাম—কং সমঝোতা নিয়ে সংশয়ে সিপিএম। কংগ্রেসের বাকি আসনে প্রার্থী দেওয়ার জন‌্য আরও অপেক্ষা করতে চাইছে সিপিএম। তখন কোচবিহার ও আলিপুরদুয়ারে বামেদের সঙ্গে কংগ্রেস জোট কার্যত হচ্ছে না। কোচবিহারে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেওয়া সত্ত্বেও সেখানে কংগ্রেসও প্রার্থী ঘোষণা করে দিয়েছে। অন‌্যদিকে, আলিপুরদুয়ারে বামফ্রন্ট সমর্থিত আরএসপি প্রার্থীর হয়ে মাঠে নেই কংগ্রেস কর্মীরা।

অন‌্যদিকে, আবার পুরুলিয়াতে ফরওয়ার্ড ব্লকের ভাগের আসনে আগেই কংগ্রেস তাদের প্রার্থী নেপাল মাহাতোর নাম ঘোষণা করে দিয়েছে। আর পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর নাম ঘোষণা না হলেও ওই আসনে ফরওয়ার্ড ব্লক তাদের প্রার্থী দেবেনই। ফলে এখনও পর্যন্ত পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে স্পষ্ট, আলিপুরদুয়ার, কোচবিহার ও পুরুলিয়ায় বাম প্রার্থীকে সমর্থন করবে না কংগ্রেস। যদি শেষমেশ পরিস্থিতির কোনও বদল না হয়। এখনও পর্যন্ত মোট ৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। আরও তিনটি আসনে তাদের প্রার্থী দেওয়ার কথা। 

সেগুলি হচ্ছে দার্জিলিং, উলুবেড়িয়া, বারাসত ও বনগঁার মধে‌্য যে কোনও একটি। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন আলিপুরদুয়ারের বামফ্রন্ট মনোনিত আরএসপি প্রার্থী মিলি ওরাওঁ। গত ২০১৯-এর লোকসভা ভোটেও বাম প্রার্থী ছিলেন তিনি। সেবার মাত্র ৫৪ হাজার ভোট পেয়ে জমানত জব্দ হয়েছিল এই কেন্দ্রের প্রাক্তন সাংসদ রাজে‌্যর প্রাক্তন মন্ত্রী মনোহর তিরকের মেয়ে মিলির। আরএসিপর অভিযোগ, মনোনয়নের দিন মিলির পাশে দেখা যায়নি কংগ্রেস নেতৃত্বকে। আলিপুরদুয়ারে কংগ্রেস নেতা—কর্মীদের একাংশ বাম প্রার্থীকে মানতে নারাজ। তাদের দাবি, কংগ্রেসের তরফে এখানে আলাদা করে প্রার্থী দেওয়া হোক। পাশেই কোচবিহার কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের পাল্টা প্রার্থী দিয়েছে কংগ্রেস। আবার বুধবার পর্যন্ত যা পরিস্থিতি তাতে পুরুলিয়া কংগ্রেসকে ছাড়তে নারাজই রয়েছে ফরওয়ার্ড ব্লক।

আরও পড়ুন: https://www.tribetv.in/CBI-summons-Journalist-Mathew-Samuel-in-Narada-case

 পুরুলিয়ায় শেষমেশ যদি ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেয় তাহলে সেখানেও বাম ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হবে না। সিপিএমের উপর বেজায় ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, কংগ্রেসের সঙ্গে তাদের কোনও জোট নেই। ফলে কংগ্রেসের হাত ধরে রাখতে গিয়ে এই তিনটি আসন নিয়ে মহাফ‌্যাসাদে পড়েছে সিপিএম। বুধবার সিপিএমের রাজ‌্য সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়। সেখানে ঠিক হয়েছে, কংগ্রেসের জন‌্য আরও দিন দুয়েক অপেক্ষা করা হবে। তারপর বামফ্রন্ট বৈঠকে বসে তাদের বাকি আসন ঘোষণা করবে। কংগ্রেস আলাদাভাবে আরও তিনটি আসন ঘোষণা করবে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার ও পুরুলিয়ায় বাম—কংগ্রেস সমঝোতা নিয়ে সংশয়ে সিপিএম।

আরও পড়ুন: https://www.tribetv.in/Union-Minister-Nirmala-Sitharaman-Says-He-Doesnt-Have-Money-To-Contest-In-Upcoming-Lok-Sabha-Election-2024

উল্লেখ‌্য, কংগ্রেসের সঙ্গে অবশ‌্য সিপিএম হাতে হাত মিলিয়ে চলার দৃষ্টান্তই রাখতে চাইছে। তেমনই সাক্ষী ৪৫ নম্বর, আমহার্স্ট স্ট্রিট। প্রয়াত প্রাক্তন প্রদেশ সভাপতি সোমেন মিত্রের কার্যালয়কে সিপিএম ও কংগ্রেসের যৌথ কেন্দ্রীয় নির্বাচনী অফিস করে প্রচারে নামছেন উত্তর কলকাতার কংগ্রেস প্রার্থী বর্ষীয়ান প্রদীপ ভট্টাচার্য। গত মঙ্গলবারই সেই অফিসেই নির্বাচন সংক্রান্ত প্রথম যৌথ বৈঠক করেছে কংগ্রেস ও সিপিএমের কলকাতা জেলা নেতৃত্ব। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বামফ্রন্টের শরিক দলের এক নেতার কটাক্ষ, ‘দেখে মনে হচ্ছে সব ভোট যেন মুর্শিদাবাদেই হচ্ছে।’’