নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়! আদালতে চূড়ান্ত চার্জশিট CBI-এর

আগামী ১৫ জানুয়ারি থেকে এই মামলায় চূড়ান্ত পর্যায়ের শুনানি শুরু হবে। আদালতে সিবিআই, মূল মামলাকারী এবং এসএসসি নিজেদের বক্তব্য রাখবে। জানুন বিস্তারিত...

নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়! আদালতে চূড়ান্ত চার্জশিট CBI-এর
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে রিপোর্ট জমা দিল সিবিআই। সিবিআই জানিয়েছে গ্রুপ সি,গ্রুপ ডি, নবম-দশমে তদন্ত শেষ হয়ে গিয়েছে। সিবিআই এর চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় এবং এক আমলার নাম রয়েছে। চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে এসএসসি-র ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আগামী ১৫ জানুয়ারি থেকে এই মামলায় চূড়ান্ত পর্যায়ের শুনানি শুরু হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে রিপোর্ট জমা দিল সিবিআই। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিয়ে সিবিআই জানিয়েছে গ্রুপ সি,গ্রুপ ডি, নবম-দশমে তদন্ত শেষ হয়ে গিয়েছে। চুড়ান্ত রিপোর্ট ও চার্জশিট তারা গত সোমবার নিম্ন আদালতে জমা দিয়েছে। সিবিআই এর চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় এবং এক আমলার নাম রয়েছে বলে জানা গিয়েছে। বেআইনি ভাবে চাকরি পাওয়া চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে এসএসসি-র ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী নিজেদের অবস্থান স্পষ্ট করছে না এসএসসি। তাদের ভূমিকা সন্দেহজনক। 

আগামী ১৫ জানুয়ারি থেকে এই মামলায় চূড়ান্ত পর্যায়ের শুনানি শুরু হবে। আদালতে সিবিআই, মূল মামলাকারী এবং এসএসসি নিজেদের বক্তব্য রাখবে। উভয়পক্ষের বক্তব্য শোনার পরই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ঠিক করবে যাঁদের চাকরি চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ, তাঁরা চাকরি করবেন কি না। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর কাজে ক্ষুব্ধ হয়ে সুপ্রিমকোর্ট দু'মাসের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল।