'জেলে পুরলে জেল ফুটো করে বেরিয়ে আসবো' বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর 

কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'নির্বাচনের জন্য বিরোধীদের জেলে পুরছে কেন্দ্রের শাসক দল' বিজেপিকে 'চোরেদের জমিদার' বলেও কড়া আক্রমণ শানান মমতা।

'জেলে পুরলে জেল ফুটো করে বেরিয়ে আসবো' বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর 
ফাইল চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: কেন্দ্রীয় সরকারের প্রথম সারির মন্ত্রীরা থেকে শুরু করে রাজ্য বিজেপির নেতৃত্ব একাধিকবার দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। এবার কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের জন্য বিরোধীদের জেলে পুরছে কেন্দ্রের শাসক দল। এই অভিযোগ করার পাশাপাশি, বিজেপিকে চোরেদের জমিদার বলে কড়া আক্রমণ শানান মমতা। সেই সঙ্গে তিনি বলেন, জেলে পুরলে জেল ফুঁটো করে বেরিয়ে আসবো। লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

সদ্য ইডির হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দুর্নীতির অভিযোগে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যের দলের একাধিক নেতা, বিধায়ক, মন্ত্রীও জেলে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকাল বিকেল হুঁশিয়ারি দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিছুদিনের মধ্যে জেলে যাবেন। এবার বিজেপির দুর্নীতির অস্ত্র পদ্ম শিবিরের দিকেই ঘুরিয়ে দিলেন মমতা। শান্তিপুরের সভা থেকে মমতার অলআউট বিজেপিকে আক্রমণ, চোরেদের জমিদার, জোতদার, বড়বড় কথা। ফাঁকা কলসীর আওয়াজ বেশি। সেই সঙ্গে তিনি বলেন,'আমাকে যদি জেলে পোরেন আমি জেল ফুঁটো করে বেরিয়ে আসবো।'   

পাঁচদিনের জেলা সফরের শেষদিনে কৃষ্ণনগরে পদযাত্রা সেরে চলে যান শান্তিপুরে। শান্তিপুরের জনসভা থেকে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বিজেপিকে 'চোরেদের জমিদার' বলেও এদিন কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির চোর স্লোগান নিয়েও আক্রমণ করেন। তিনি বলেন, । সিপিএম, কংগ্রেসের লোক আমাদের দলে ঢুকেছিল। তাদের তাড়িয়ে দিন। কিন্তু আমাদের চোর বলবেন না।'

২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফলাফল করেছিল বিজেপি। বিধানসভার নির্বাচনে ততটা নাহলেও উত্তরবঙ্গে মোটের ওপর জমি রয়েছে পদ্ম শিবিরের হাতে। সেই কারণেই উত্তরবঙ্গের সংগঠনকে মজবুত করাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই একদিকে উত্তরবঙ্গের জন্য যেমন একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা করেছেন। পাশাপাশি, সংগঠনকেও ঐক্যবদ্ধ রাখার বার্তা দিয়েছেন তৃণমূল নেতা কর্মীদের। নদীয়াতেও গত বিধানসভায় ভালো ফলাফল করেছিল বিজেপি। পাঁচদিনের সফরে তাই নদীয়াতেও সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দুর্নীতি ইস্যুকে এবার যে বিজেপির বিরুদ্ধে তিনি ব্যবহার করতে চলেছেন তাও এদিনের বক্তব্য থেকে স্পষ্ট করে দেন। রাজনৈতিক মহলের একাংশের মত অন্তত তেমনটাই।