SSC মামলার শুনানি শেষের ইঙ্গিত আদালতের, স্থগিত রায়দান

নিয়োগ প্রক্রিয়ার সঠিক মূল্যায়ন করা। এখনও পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে, তাকে মান্যতা দিয়ে মামলা পরবর্তীকালে যে আবেদনগুলি জমা পড়েছে তা বাতিল করা। বিস্তারিত জানুন...

SSC মামলার শুনানি শেষের ইঙ্গিত আদালতের,  স্থগিত রায়দান
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি পর্ব শেষ। রায়দান আপাতত স্থগিত রাখল আদালত। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শেষ শুনানিতে তিনটি বিকল্প উঠে এসেছে। তিনটি পদ্ধতি মাথায় রেখে এসএসসি মামলার শুনানি আজ শেষ করল বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ।

নিয়োগ প্রক্রিয়ার সঠিক মূল্যায়ন করা। এখনও পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে, তাকে মান্যতা দিয়ে মামলা পরবর্তীকালে যে আবেদনগুলি জমা পড়েছে তা বাতিল করা। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে নিয়োগের নির্দেশ দেওয়া।

গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে গঠিত বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার শুনানি শুরু হয়। ছয় মাসের মধ্যে মামলার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মামলাকারি , তদন্তকারী সংস্থা, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ সহ সব পক্ষের কথা শুনে আজ মামলার শুনানি পর্ব শেষ করল বিশেষ ডিভিশন বেঞ্চ। আপাতত রায়দান স্থগিত। কবে রায়দান হবে তা পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। অবশ্য রায়দানের পর সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাও খোলা থাকবে।

বুধবার মামলাকারীদের পক্ষ থেকে আদালতে তথ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল তৈরির একাধিক নথি জমা দেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়ায় গোটা সিস্টেমটাই দুর্নীতিতে ভরা এমনই দাবি করেন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এমনকি সুপার নিউমোরারি পোস্ট তৈরি করে রাজ্য বেআইনিভাবে চাকরিপ্রাপ্তদের স্বার্থ রক্ষা করতে চেয়েছে বলেও আদালতে অভিযোগ জানান মামলাকারীর আইনজীবী।
এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কথা মেনে নেন বিচারপতিও। এসএসসি নিয়োগে বহু ক্ষেত্রে আইনি বৈধতা লংঘন করা হয়েছে যা এই শুনানি পর্বে সামনে এসেছে বলেও জানিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। সেক্ষেত্রে শুনানি পর্ব শেষে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ ডিভিশন বেঞ্চ কোন পথে এগোয় এখন তারই অপেক্ষা চাকরিপ্রাপক ও চাকরি প্রার্থীদের।

আরও পড়ুন: https://www.tribetv.in/abhishek-banerjee-will-not-be-called-by--ed--during-election-time-says-supreme-court

মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন ১৫৩৯টি নাম মধ্যশিক্ষা পর্ষদ পেল কথা থেকে? যে ১৫৩৯ জনের নাম এসএসসি সুপারিশ করেনি, তাদের নাম বোর্ড কোথা থেকে পেল? এই প্রশ্নটাই এখন গুরুত্বপূর্ণ। বোর্ড এ নিয়ে এখনও কোনও জবাব দেয়নি! এটা স্পষ্ট যে  নিয়োগের বাছাই প্রক্রিয়া সম্পূর্ণভাবে দুর্নীতিতে ভরা। তাহলে আদালতকে এমন শিক্ষা দিতে হিবে যাতে ভবিষ্যতে এধরনের পদক্ষেপ না করা হয়। হয় নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করতে হবে, নাহলে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ  পুনর্মূল্যায়নের নির্দেশ দিক আদালত।

আরও পড়ুন: https://www.tribetv.in/BJP-Leader-Rakesh-singh-file-case-at-calcutta-high-court-against-garden-reach-building-collapse-issue

বোর্ডের আইনজীবী বলেন সিবিআই থেকে যে  ওএমআর শিট পাওয়া গিয়েছে, তা ভুলে ভরা। এক্ষেত্রে পুনর্মূল্যায়ন করা  যেতে পারে কিন্তু বোর্ডকে দোষারোপ করা  ঠিক নয়। বোর্ডের কাছে কোনও এএমআর শিট ছিল না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সুপার নিউমোরারি পোস্ট তৈরি করে চালাকি করতে চাইছে রাজ্য। বেআইনিভাবে  চাকরিপ্রাপ্তদের স্বার্থ বজায়  থাকবে। আবার যারা বিক্ষুব্ধ  তাদেরও সুযোগ দেওয়া যাবে। গোটা  সিস্টেমটাই দুর্নীতিতে ভরা। উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন রায়দান স্থগিত রেখেছেন। রায় কবে ঘোষণা করা হবে, তা পরে জানানো হবে বলে জানিয়েছে আদালতে।