মিড-ডে মিলে মিলবে মাংস, মরশুমি ফল, ভোটের মুখে নয়া উদ্যোগ রাজ্যের

এই প্রকল্পে ৬০ শতাংশ বরাদ্দ থাকে কেন্দ্রের এবং রাজ্য দেয় বাকি ৪০ শতাংশ। এর আগে কেন্দ্রের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

মিড-ডে মিলে মিলবে মাংস, মরশুমি ফল, ভোটের মুখে নয়া উদ্যোগ রাজ্যের

ট্রাইব টিভি ডিজিটাল: ফের পঞ্চায়েত ভোটের আগে সুখবর! অতিরিক্ত পুষ্টি হিসেবে এবার মিড ডে মিলে মাংস, ডিম, ফলের টাকা বরাদ্দ করল স্কুল শিক্ষা দফতর। রাজ্যের সমস্ত জেলা শাসকদের এ সংক্রান্ত বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এবার থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের পাতে আগামী চার মাস ডাল-ভাত-তরকারির পাশাপাশি থাকবে মুরগীর মাংস, ডিম। বরাদ্দ হবে মরশুমি ফলও। 

জানা গিয়েছে, জানুয়ারি মাস থেকেই বিদ্যালয়ে মিড-ডে মিলে মুরগির মাংস খেতে পারবে পড়ুয়ারা। আর এই মুরগির মাংস মিলবে এপ্রিল মাস পর্যন্ত। মিড–ডে মিলে নতুন খাবার দেওয়ার সিদ্ধান্তে এখন জোরকদমে কাজ শুরু হয়েছে। আর সপ্তাহে তিন দিন দেওয়া হবে ডিম, সঙ্গে থাকবে ফলও। ইতিমধ্যেই সমস্ত জেলাশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। শীতের ছুটি কাটলেই পড়ুয়াদের পাতে পড়বে মুরগির মাংস। মিড–ডে মিলে মুরগির মাংস এবং ফলের জন্য ৩৭২ কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার। প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ করছে রাজ্য সরকার। 

এদিকে কয়েকদিন আগেই মিড ডে মিলে অনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে একটি মনিটরিং দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক স্কুলে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে মিড ডে মিলে, এই অভিযোগও উঠেছিল। রাজ্যের উপর অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রও। কিন্তু, এবার মিড ডে মিল নিয়ে অতিরিক্ত যত্নবান রাজ্য। এর আগে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেছিলেন, সাড়ে ১১ হাজার কোটি টাকা এই প্রকল্পে কেন্দ্রের তরফে বরাদ্দ করা হয়েছে। দেশের ১২ কোটি পড়ুয়া এই প্রকল্পে সুবিধা পায়। কোনওভাবেই এক্ষেত্রে দুর্নীতি বরদাস্ত করা হবে না।

আরও জানা গিয়েছে, এই প্রকল্পে ৬০ শতাংশ বরাদ্দ থাকে কেন্দ্রের এবং রাজ্য দেয় বাকি ৪০ শতাংশ। এর আগে কেন্দ্রের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন্দ্রের বরাদ্দ অর্থে রাজ্যের পড়ুয়াদের মুখে অন্ন তুলে দেওয়া বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তিনি।