দূরত্ব মাত্র ৪,৩১৩ কিমি! চাঁদ দর্শন চন্দ্রযান ৩-এর, ভিডিয়ো প্রকাশ ISRO-র

বাইরের দিকের কক্ষপথ থেকে আরও এক ধাপ ভিতরের কক্ষপথে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩। ইসরো জানিয়েছে, চাঁদ থেকে এই মুহূর্তে চন্দ্রযানের দূরত্ব মাত্র ৪হাজার ৩১৩ কিমি...

দূরত্ব মাত্র ৪,৩১৩ কিমি!  চাঁদ দর্শন চন্দ্রযান ৩-এর, ভিডিয়ো প্রকাশ ISRO-র
চন্দ্রযান-৩এর পাঠানো ছবি (ছবি সৌজন্যে-ইসরো টুইটার)

ট্রাইব টিভি ডিজিটাল: স্বপ্নের আরও কাছাকাছি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। পৃথিবীর মায়া কাটিয়ে শনিবার চাঁদের দেশে ঢুকে পড়েছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে সুখবর জানিয়ে সেই বার্তাও পাঠিয়েছে চন্দ্রযান। জানা গিয়েছে, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করতে পারছে। তখনই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছিল। যা  ইসরোর তরফে রবিবার প্রকাশ করা হয়। 

শনিবার মহাকাশযানটিকে সফল ভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করিয়েছেন ইসরোর (ISRO) বিজ্ঞানীরা। রবিবার রাতেই প্রথম বার কক্ষপথ বদলও করা হয়েছে। এর ফলে বাইরের দিকের কক্ষপথ থেকে আরও এক ধাপ ভিতরের কক্ষপথে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩। ইসরো জানিয়েছে, চাঁদ থেকে এই মুহূর্তে চন্দ্রযানের দূরত্ব মাত্র ৪হাজার ৩১৩ কিমি। রবিবার রাতে ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে, চাঁদের দেশে চন্দ্রযান-৩-এর প্রথম বারের কক্ষপথ পরিবর্তন সফল হয়েছে। চাঁদের আরও কাছে পৌঁছে গিয়েছে মহাকাশযানটি। সেটি বর্তমানে ১৭০ কিমি X ৪১৩১ কিমি কক্ষপথে অবস্থান করছে অর্থাৎ, চাঁদের কক্ষপথে পৌঁছে প্রথম যে অবস্থানে ছিল চন্দ্রযান-৩, তার চেয়ে ১৭০ দূরে এগিয়েছে সেটি। চাঁদে পৌঁছতে আরও ৪,৩১৩ কিমি পাড়ি দিতে হবে। ওই কক্ষপথে চাঁদের চারপাশে পাক খাচ্ছে ইসরোর চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩-এর ক্যামেরায় বর্তমানে চাঁদের রূপ ঠিক কেমন? সেটাই এবার প্রকাশ্যে এল। ৪৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে ইসরো। 

https://twitter.com/chandrayaan_3/status/1688215948531015681?s=20 

ISRO-এর তরফে টুইট (ISRO Twitter) করা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ধূসর গোলকের মতো দেখাচ্ছে চাঁদকে। এবড়ো খেবড়ো চন্দ্রপৃষ্ঠ। বেশ স্পষ্ট বৃহদাকার গহ্বরগুলিও। ইসরো সূত্রে খবর, ধাপে ধাপে এমনই কয়েক বার কক্ষপথ পরিবর্তন করে চাঁদে পৌঁছবে চন্দ্রযান-৩। মোট পাঁচ বার কক্ষপথ পরিবর্তনের পরিকল্পনা রয়েছে ইসরোর। বেঙ্গালুরুর অফিসে বসে বিজ্ঞানীরা মহাকাশযানটিকে নিয়ন্ত্রণ করছেন। ইসরো জানিয়েছে, পরবর্তী কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়াটি হবে আগামী ৯ অগস্ট দুপুর ১টা থেকে ২টোর মধ্যে। শুধু তাই নয়, এটি ইসরোর চাঁদে মানুষহীন অভিযানগুলির মধ্যে তৃতীয় অভিযান। এর আগেও দু'বার চন্দ্রযানকে সফল ভাবে চাঁদের কক্ষপথে পাঠিয়েছিল ভারতীয় সংস্থা। কিন্তু চাঁদের মাটি এখনও ছুঁতে পারেনি। চন্দ্রযান-৩-এর পক্ষে সবচেয়ে কঠিন পর্যায়টি এখনও অপেক্ষা করে আছে। আগামী ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে রোভার প্রজ্ঞানকে পেটের ভিতরে নিয়ে সফট ল্যান্ডিং করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের।

চার বছর আগে ঠিক ওই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান-২ (Chandrayaan-2 News)। চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের। সেই অভিযান যদি সফল হয়, তবে ভারতের মহাকাশ গবেষণা নিঃসন্দেহে নতুন মাত্রা পাবে। আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে মহাকাশযান সফল ভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় উঠে আসবে ভারত। গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সফল উৎক্ষেপণ হয়েছিল চন্দ্রযান-৩ এর।

ISRO সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট যাত্রাপথের দুই-তৃতীয়াংশ অতিক্রম করেছে সে। উৎক্ষেপণের ২২ দিন পর চন্দ্রযান-৩ পৌঁছেছে চাঁদের কক্ষপথে। এর আগে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে পৃথিবীর কক্ষপথেই ঘুরছিল মহাকাশযানটি। বর্তমানে বহু প্রতিক্ষিত সেই কাজ সফল সম্পূর্ণ করার অপেক্ষায় রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ও চন্দ্রযান-৩।