Cattle Smuggling: গরুপাচার মামলায় প্রথম জামিন, পুজোয় তিহাড়েই অনুব্রত-সুকন্যা

চলতি বছরের শুরুতে দিল্লিতে ইডি-র সদর দফতরে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছিল মণীষকে। সেই সময় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট চত্বরে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন কেষ্টর হিসাবরক্ষক। বিস্তারিত জানুন...

Cattle Smuggling: গরুপাচার মামলায় প্রথম জামিন, পুজোয় তিহাড়েই অনুব্রত-সুকন্যা
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: গরুপাচার মামলায় প্রথম জামিন। Delhi High Court-এর রায়ে জামিন পেলেন Anubrata Mandal এর হিসাব রক্ষক মণীষ কোঠারি। চলতি বছরের শুরুতে দিল্লিতে ED-র সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল তাকে। এরপর ইডির সদর দফতর থেকে গ্রেফতার করা হয় মণীষ কোঠারিকে।

জানা গিয়েছে, চলতি বছরের শুরুতে দিল্লিতে ইডি-র সদর দফতরে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছিল মণীষকে। সেই সময় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট চত্বরে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন কেষ্টর হিসাবরক্ষক। ধরা গলা তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'আমি কিচ্ছু করিনি'। কোনও ভুল করিনি। আমার একমাত্র ভুল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হওয়া।'' তবে স্থানীয় সূত্রে খবর, ২০১৩-১৪ সাল থেকে বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন বোলপুরের চৌরাস্তার বাসিন্দা মণীষ। এর পরেই তাঁর সম্পত্তি বাড়তে থাকে।

ইডি সূত্রেও খবর ছিল, গরু পাচারের কালো টাকা সাদা করার পিছনে মণীশের সক্রিয় ভূমিকা ও পরিকল্পনা ছিল। বোলপুরের আশপাশেও মণীশের নামে বিপুল অঙ্কের সম্পত্তির হদিশ মিলেছে। তাঁর নামে সমস্ত জমির বাজারমূল্য ১৭-১৮ কোটি টাকা। সেই মণীশ জামিন পেলেও খারিজ হল সুকন্যার আর্জি। আরও চারমাস পিছিয়ে গিয়েছে গরুপাচার মামলায় অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের শুনানি। 

প্রসঙ্গত, গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত এখন দিল্লির তিহাড় জেলে বন্দি। বুধবার দিল্লির আদালত অনুব্রতের জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে ৩০ অক্টোবর করেছে। অন্যদিকে, তিহাড়ে বন্দি তাঁর কন্যা সুকন্যাও (Sukanya Mandal)। আগেই সুকন্যার জেল হেফাজতের মেয়াদ আগামী বছরের জানুয়ারি করেছে আদালত।