Dengue News: ডেঙ্গি সচেতনতার প্রচারে মেজাজ হারালেন মেয়র পারিষদ, নির্মাণ সংস্থার কর্মীকে সপাটে চড়!

পুজোর মুখে বাংলায় ডেঙ্গির দোসর হিসেবে দেখা দিচ্ছে ম্যালেরিয়া সংক্রমণও। পরিস্থিতি মোকাবিলায় কড়া হুঁশিয়ারি স্বাস্থ্য ভবনের।

Dengue News: ডেঙ্গি সচেতনতার প্রচারে মেজাজ হারালেন মেয়র পারিষদ, নির্মাণ সংস্থার কর্মীকে সপাটে চড়!
নির্মাণ সংস্থার কর্মীকে সপাটে চড় তারক সিংয়ের (ছবি বা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TribeTV)

ট্রাইব টিভি ডিজিটাল: বর্ষার শুরুতেই রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে Dengue। শহর Kolkata-র পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় হু, হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে শুধু ডেঙ্গি নয়, পুজোর মুখে বাংলায় ডেঙ্গির দোসর হিসেবে দেখা দিচ্ছে ম্যালেরিয়া সংক্রমণও। পরিস্থিতি মোকাবিলায় কড়া হুঁশিয়ারি স্বাস্থ্য ভবনের। এদিকে নিজের এলাকায় ডেঙ্গি সচেতনতার প্রচারে গিয়ে জমা জল দেখে মেজাজ হারালেন মেয়র পারিষদ নিকাশী তারক সিং। জমা জল দেখে প্রকাশ্যে নির্মাণ সংস্থার কর্মীকে সপাটে চড় মারেন তিনি। জানা গিয়েছে, বেহালার ১১৮ নম্বর ওয়ার্ডে জমা জল দেখে মেজাজ হারান মেয়র পারিষদ তারক সিং। আর তারপরই ক্ষুদ্ধ হয়ে নির্মাণ সংস্থার কর্মীকে সপাটে চড় মারেন তিনি। আর মেয়র পারিষদের সপাটে চড় মারার সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় (ছবি বা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TribeTV

শুক্রবার মেয়র পারিষদ তারক সিংয়ের 'সপাটে চড়ের' ভিডিয়ো ভাইরাল হতেই ছড়ায় বিতর্ক। সচেতনার প্রচারে গিয়ে তিনি কী এমন কাজ করতে পারেন? এই বিষয়ে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমি যা করেছি বেশ করেছি। জমা জলের জন্য মানুষ মারা যাচ্ছেন, আমি এটা সহ্য করব না।'' শুধু তাই নয়, জমা জল দেখলে ভবিষ্যতেও তিনি এমন ঘটনা ঘটাতে পারেন বলেও জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হলেও তিনি তাঁর সচেতনতার বার্তা প্রচার করে যাবেন বলে জানিয়েছেন। 

এদিকে শনিবার ফের রাজ্যে মিলল ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর খবর। Dengue সংক্রমণে প্রাণ হারিয়েছেন ঠাকুরপুকুর বাখরাহাট রোডের বাসিন্দা অনিমা সর্দার (৩৫) নামের এক মহিলা। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। জ্বরের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকালে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যু হয় তাঁর। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পুরসভার তরফ থেকে কোনও রকম তৎপরতা নেওয়া হয় না। অভিযোগ, ওই মহিলার মৃত্যুর পরে চারিদিকে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে গিয়েছে। তবে এর আগে কখনও কর্পোরেশনের লোকেরা আসেনি। পাশেই একটি জঙ্গল রয়েছে। সেই জঙ্গল পরিষ্কার করা হয় না পৌরসভার পক্ষ থেকে।