কৌশিকী অমাবস্যায় জমজমাট তারাপীঠ, পূণ্যার্জনের আশায় ঢল নেমেছে ভক্তদের

বৃষ্টি মাথায় করেই এদিন সকাল থেকে তারাপীঠে তারা মায়ের মন্দিরের বাইরে ভক্তদের লম্বা লাইন। সারাদিনব্যাপী চলবে বিশেষ পুজোপাঠ। বিস্তারিত জানতে আরও পড়ুন...

কৌশিকী অমাবস্যায় জমজমাট তারাপীঠ,  পূণ্যার্জনের আশায় ঢল নেমেছে  ভক্তদের
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে চলছে বিশেষ পুজোপাঠ (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আজ ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। সকাল থেকেই কালী মন্দিরগুলিতে চলছে বিশেষ পুজোপাঠ। বৃহস্পতিবার সকাল থেকেই Birbhum-এর তারাপীঠে চলছে মা তারার বিশেষ পুজোপাঠ। বৃষ্টি মাথায় করেই এদিন সকাল থেকে তারাপীঠে তারা মায়ের মন্দিরের বাইরে ভক্তদের লম্বা লাইন। ভোড়বেলা মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে পুজো অর্চনা। মঙ্গলারতির পর পাঁচরকম ফল, পাঁচরকম মিষ্টি ও ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ। এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। তারপর সারাদিন ধরে চলে বিশেষ পুজোপাঠ। 

কথিত আছে, এই কৌশিকী অমাবস্যার দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি। ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। অনেকে আবার এই তিথিকে বলেন 'কৌশী অমাবস্যা'। যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ। এই দিনে সেই কুশ কাটা হয়। তাই একে কৌশী অমাবস্যাও বলে। বিশেষ পুজো উপলক্ষ্যে তারাপীঠে ভিড় তন্ত্রসাধকদের। দূরদূরান্ত থেকে এসেছেন ভক্তরাও।  শুধু এ রাজ্য নয় বিভিন্ন রাজ্য থেকেো প্রচুর ভক্ত এসেছেন তারাপীঠে। সকাল থেকে চলছে বিশেষ পুজোপাঠ।  

কৌশিকী অমাবস্যা উপলক্ষে শুধু তারাপীঠই নয়, বীরভূমে তারাপীঠের মতো বিভিন্ন জায়গায় কালীমন্দিরে পূণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো। যে সমস্ত দর্শনার্থীরা তারাপীঠের মন্দিরে যেতে পারেনি, তারা নিজেদের এলাকার কাছাকাছি মন্দিরে পুজো দিতে ভিড় করেন। কালীঘাট মন্দিরেও সকাল থেকে ভক্তদের ভিড়। বৃষ্টি মাথায় করেই চলছে মা তারার আরাধনা। অন্যদিকে, এতকিছুর মধ্যে অনলাইনের তারাপীঠের তারা মায়ের পুজোর নামে সক্রিয় রয়েছে প্রতারণা চক্র। এনিয়ে, ভক্তদের সতর্ক করেন মন্দির কর্তৃপক্ষ। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, অনলাইনের মাধ্যমে তারাপীঠে তারা মায়ের পুজোর কোনও ব্যবস্থা নেই। করোনা সময় এই পুজো ব্যাপক আকার ধারন করেছিল। তারপর থেকে আমরা সাইবার ক্রাইম অফিসে জানিয়ে ছিলাম। কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে সেই অনলাইন পুজো বন্ধ হয়নি। কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ১ হাজার পুলিশ এবং সতেরশো সিভিক ভলান্টিয়ার মোতায়েন আছে। ভক্তদের কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য প্রশাসনের তরফ থেকে বিশেষ নজর রাখা হচ্ছে এবং সিসিটিভি ক্যামেরাতেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।