বাসের টায়ার ফেটে বিপত্তি, মহারাষ্ট্রে জীবন্ত অগ্নিদ্বগ্ধ হয়ে নিহত ২৬

মহারাষ্ট্রের মর্মান্তিক এই বাস দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাসের টায়ার ফেটে বিপত্তি, মহারাষ্ট্রে জীবন্ত অগ্নিদ্বগ্ধ হয়ে নিহত ২৬
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ভোররাতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ঘুমের মধ্যেই বেঘোরে প্রাণ হারালেন শিশু সহ ২৬ জন। শুক্রবার গভীর রাতে প্রায় রাত ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের  Buldhana জেলার Sindkhedraja এর কাছে Samruddhi Expressway-তে। মর্মান্তিক এই ঘটনায় বাসের মধ্যেই জ্বলন্ত অগ্নিদ্বগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন মোট ২৬ জন। 

শনিবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে খবর, শুক্রবার প্রায় রাত ২টো নাগাদ মোট ৩৩ জন যাত্রী নিয়ে Samruddhi Expressway দিয়ে নাগপুর থেকে পুনের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় বাসের সব যাত্রীই প্রায় ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ বাসের একটি টায়ার ফেটে যায় এবং সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সারা বাসে। ঘটনাস্থলে প্রাণ হারান ২৬ জন। 

জানা গিয়েছে, বেশকিছু যাত্রী বাসের জানলা ভেঙে বাইরে বেরোতে পারলেও তীব্র অগ্নিকাণ্ডের কারণে তাঁরাও গুরুতর জখম হয়েছে। আহত ৭ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার ব্রিগেডের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেয়। তবুও শেষরক্ষা হয়নি। স্থানীয় এক বাসিন্দা জানান, চার থেকে পাঁচজন যাত্রী বাসের জানালা ভেঙে বেরিয়ে আসতে পারলেও বাকিরা কেউই বেরোতে না পারায় বাঁচতে পারেননি। 

মহারাষ্ট্রের মর্মান্তিক এই বাস দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদেহ পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর। আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একান্ত শিণ্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। ফড়নবিস জানান, মৃতদেহগুলি পুড়ে যাওয়ায় তা শনাক্ত করতে সমস্যা হচ্ছে। সেই কারণেই ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেহ শনাক্ত করতে হবে। তবে তিনি এও স্পষ্ট করে দেন, এই দুর্ঘটনার জন্য রাস্তার পরিকাঠামো দায়ী নয়। বুলধানার পুলিশ সুপার সুনীল কাদাসানেও জানান, অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বাসটির চালক। টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। তারপরই আগুন ধরে যায় সেটিতে।