TMC Protest: আবাস টু সড়ক, বকেয়া আদায়ের দাবিতে রাজঘাটে ধর্নায় তৃণমূল

সোমে দিল্লিতে ধর্না কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে রবিবারই তৃণমূলের তরফে জানানো হয়, তাদের লড়াই ১০০ দিনের কাজে বকেয়া আদায় নিয়ে। আরও জানতে পড়ুন...

TMC Protest: আবাস টু সড়ক, বকেয়া আদায়ের দাবিতে রাজঘাটে ধর্নায় তৃণমূল
বকেয়া আদায়ের দাবিতে রাজঘাটে ধর্না (ছবি সৌজন্যে-টুইটার)

ট্রাইব টিভি ডিজিটাল: বকেয়া চেয়ে রাজধানীতে তৃণমূলের (Trinamool Congress) ধর্না কর্মসূচির আজ প্রথম দিন। সোমবার মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi Jayanti) ১৫০তম জন্মজয়ন্তীতে রাজঘাটে জাতির জনককে শ্রদ্ধা জানান অভিষেক, অরূপ রায়। তারপর অভিষেকের নেতৃত্বে রাজঘাটে ধর্না কর্মসূচি শুরু করেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। আবাসে বঞ্চনা, ১০০ দিনের বকেয়া নিয়ে আজ রাজধানীর রাজপথে আন্দোলন তৃণমূলের। শুধু তাই নয়, আবাস থেকে সড়ক, একাধিক প্রকল্পে টাকা আটকে রাখা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন TMC-এর সেকেন্ড ইন কম্যান্ড Abhishek Banerjee। 

সোমে দিল্লিতে ধর্না কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে রবিবারই তৃণমূলের তরফে জানানো হয়, তাদের লড়াই ১০০ দিনের কাজে বকেয়া আদায় নিয়ে। এই ১০০ দিনের কাজ, যাকে মনরেগা বলে। তার সঙ্গে গান্ধীজির নিবিড় সম্পর্ক রয়েছে। সেই কারণেই গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেই প্রথম দিনের কর্মসূচি শুরু করতে চায় তৃণমূল। সোমবার তৃণমূলের তরফে জানানো হয়ে, এ দিন দুপুর ১টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্য নেতারা রাজঘাটে গিয়ে গান্ধীকে শ্রদ্ধা জানাবেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি বাসে করে দিল্লি পৌঁছে গিয়েছেন দলীয় কর্মী-সমর্থক এবং একশো দিনের কাজের বঞ্চিত জব কার্ড হোল্ডাররা। রয়েছেন আবাস যোজনার বঞ্চিত রয়েছেন উপভোক্তারাও। দলের তরফে তাঁদের প্রত্যেককেই আম্বেদকর ভবনে রাখা হয়। সোমবার সকালেই আম্বেদকর ভবনে পৌঁছে যায় দিল্লি পুলিশের একটি দল।

এর আগে রবিবার দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে ছিলেন TMC সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি রওনা দেওয়ার আগে তিনি বলেন, ''বাধা তৈরি করে তৃণমূলকে আটকানো যাবে না। গিরিরাজ সিংহের সাক্ষাৎ চাওয়া হলেও সময় দেওয়া হয়নি। গায়ের জোরে বাংলার প্রাপ্য বকেয়া টাকা আটকে রেখেছে। বিমান বাতিল, ট্রেন চাওয়া হলেও দেওয়া হয়নি। এত চেষ্টা করেও বিজেপি আমাদের আটকাতে পারেনি। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী দিল্লিতেই রয়েছেন। অথচ তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চাননি। বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র।''