সন্দেশখালিকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে ১৮

আটকদের মধ্যে মহিলা ৬, পুরুষ ১২

সন্দেশখালিকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে ১৮

ইতিমধ্যে ১৪৪ ধারা বলবধ হতেই রাজ্য প্রশাসন নড়েচড়ে বসেছে | এর মধ্যে সন্দেশখালির তিন হেভিওয়েট শাসকবিরোধী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে মূল নাম রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম সর্দার, বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার কনভেনার বিকাশ সিং এবং সন্দেশখালি সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার | সময় যত যাচ্ছে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতারের সংখ্যা ততই বাড়ছে। উত্তম সর্দারের বিরুদ্ধে জমি লীজের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, জুলুম, ভয় দেখানো, মারধর-সহ একাধিক অভিযোগ রয়েছে | সেই অভিযোগের ভিত্তিতে সন্দেশখালি থানার পুলিশ গ্রেফতার করে। অন্যদিকে, সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে হিংসায় প্ররোচনা দেওয়া, উস্কানিমূলক কথাবার্তা আদিবাসীর এক অংশকে খেপিয়ে তুলিয়ে আন্দোলনকে সংগঠিত করা, বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার কনভেনার বিকাশ সিং তার বিরুদ্ধে আদিবাসীদের একটা অংশ জমায়েত মিছিল সংঘটিত করা, অপরাধীকে সাহায্য করা এবং সরকারি সম্পত্তি ভাঙ্গার জন্য উস্কানি দেওয়া একাধিক অভিযোগ রয়েছে। এই বিকাশ সিংহের বিরুদ্ধে, ২০১৬ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা  ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে | তিনি এর আগেও একবার দোষী সাব্যস্ত হয়ে সংশোধনাগারে গিয়েছিলেন। তারপরে তাকে রাজ্য বিজেপি থেকে বহিষ্কার করা হয় | বেশ কয়েক মাস আগে নতুন করে আবার বিজেপি দলে জায়গা পেয়ে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার  কনভেনার দায়িত্ব পান। তারপর সন্দেশখালিকাণ্ড নিয়ে গ্রেফতার এই নেতা। এই দুজনকে রবিবার বসিরহাট আদালতে তোলা হয়েছে। সন্দেশখালি থানার পুলিশ তাদের হেফাজতে নিয়ে নতুন কোনও তথ্য পাওয়া যায় কিনা সেটাও তদন্তকারীরা তদন্ত করে দেখে নিতে চাইছেন।