চলে গেলেন অনন্যা চট্টোপাধ্যায়, শোকস্তব্ধ টলিউড

দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। বহু ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন দাপটের সঙ্গে।

চলে গেলেন অনন্যা চট্টোপাধ্যায়, শোকস্তব্ধ টলিউড

ট্রাইব টিভি ডিজিটাল: ফের টলি পাড়ায় শোকের ছায়া! না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। শুক্রবার সকাল ৫টা ১৫ মিনিট নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছেন ফুসফুসে সংক্রমণ হয়েছিল অভিনেত্রীর। চলছিল চিকিৎসা। হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। এদিন ভোরেই চলে গেলেন তিনি।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। বহু ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন দাপটের সঙ্গে। কাজ করেছেন অভিনেতা ফারুক শেখের সঙ্গেও। এই মুহূর্তে 'সোনা রোদের গান' ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। 

ওই ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী পায়েল দে। অনন্যা অভিনয় করছিলেন তাঁর পিসির চরিত্রে। অভিনেত্রী জানান, শনিবারও সেটে এসেছিলেন অনন্য চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে শুটও করেছেন। এর পরই এদিন সকালে তাঁর ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায় জানান, তাঁর মা আর নেই। শুধু পায়েলই নন। সেট জুড়েই নেমে এসেছে শোকের ছায়া।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও। অভিনেত্রীর ছবি শেয়ার করে তিনি লেখেন, ''ওপরে ভাল থেকো অনন্যাদি''। স্মৃতি ভাগ করে নিয়েছেন শ্রীলেখা মিত্রও। শ্রীলেখা জানিয়েছেন, একসঙ্গে কাজ করেছেন তাঁরাও। 'এই তো জীবন' ধারাবাহিকে তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা। সৌমিলি বিশ্বাস থেকে শুরু করে গায়ক জোজো শিল্পীর এই হঠাৎ প্রয়াণে স্তম্ভিত সকলেই।