দরজার কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন, নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষণা তৃণমূলের

এদের মধ্যে দিনহাটা বিধানসভার ১৬টি অঞ্চলের মধ্যে একটিও ঘোষণা হয়নি। উল্লেখ্য, কোচবিহার জেলা জুড়ে পঞ্চায়েত ভোটের আগেই হাওয়া গরম হতে শুরু করেছে।

দরজার কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন, নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষণা  তৃণমূলের

ট্রাইব টিভি ডিজিটাল: দুর্নীতি ইস্যুতে জেরবার রাজ্যের শাসক দল। জনগণের সামনে দলীয় ভাবমূর্তি স্বচ্ছ রাখতে পঞ্চায়েত ভোটের আগে ফের ঢেলে সাজানো হচ্ছে দলকে। জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন নতুন অঞ্চল সভাপতি ঘোষনা করল তৃণমূল কংগ্রেস। 

শুক্রবার কোচবিহার জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই সভাপতি পদগুলির নাম ঘোষণা করা হয়। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এই নামগুলি ঘোষণা করেন। এদিন অভিজিৎ দে ভৌমিক ছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। ১০৫ টি অঞ্চল কমিটিকে ঘোষণা করা হল সেই সঙ্গে বিভিন্ন কারণে ২৩টি পদ এখনও পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। 

এদের মধ্যে দিনহাটা বিধানসভার ১৬টি অঞ্চলের মধ্যে একটিও ঘোষণা হয়নি। উল্লেখ্য, কোচবিহার জেলা জুড়ে পঞ্চায়েত ভোটের আগেই হাওয়া গরম হতে শুরু করেছে। যা নিয়ে ওয়াকিবহল মহলের মধ্যে উদ্বেগ বাড়ছে অশান্তিতে ঘিরে। সাম্প্রতিক সময়ে সিতাই বিধানসভায় তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষের অভিযোগও সামনে এসেছে। চিতাই বিধানসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক এর উপরে আক্রমণ করবার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে জেলা তৃণমূল সেই ঘটনার কথা উড়িয়ে দিয়েছে।