The Kerala Story: ছবিতে বিকৃত করা হয়েছে তথ্য, সুপ্রিম হলফনামায় দাবি রাজ্য সরকারের

বাংলায় The Kerala Story ব্যান নিয়ে সরকারের কাছে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন ছবির প্রযোজকরা। আর এই আর্জিই জানানো হয় সুপ্রিম কোর্টে। বাংলার পাশাপাশি তামিলনাড়ু সরকারের বিরোধিতাও করেছেন ছবির নির্মাতারা।

The Kerala Story: ছবিতে বিকৃত করা হয়েছে তথ্য, সুপ্রিম হলফনামায় দাবি রাজ্য সরকারের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: 'The Kerala Story' নিয়ে সুপ্রিম কোর্টে এফিডেবিট দিল রাজ্য সরকার (WB Government)। রাজ্য সরকারের তরফে পাঠানো এফিডেবিটে দাবি করা হয়েছে যে, এই সিনেমায় যা তথ্য তুলে ধরা হয়েছে সবই বিকৃত তথ্য। এই সিনেমায় হেট স্পিচকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই বাংলার সরকার রাজ্যে এই সিনেমা বন্ধ করতে বাধ্য হয়েছে। 

এদিকে সেন্সর বোর্ডের ছাড়পত্র সত্ত্বেও কেন বাংলায় দেখানো হবে না এই ছবি? কারণ জানতে চেয়ে দেশের শীর্ষ আদালতের (Supreme Court) পিটিশন দাখিল করে টিম 'দ্য কেরালা স্টোরি'। মামলার প্রথম শুনানির দিনই সুপ্রিম ভর্ৎসনার শিকার হয় মমতা সরকার। গত সপ্তাহে রাজ্যকে নোটিশ ধরিয়েছিল দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। বুধবার  এই মামলার পরবর্তী শুনানি হয়। তার আগে শীর্ষ আদালতে নিজেদের পক্ষ রাখল বাংলা। এই ছবিতে 'বিকৃত তথ্য পেশ করা হয়েছে', 'ঘৃণাভাষণ রয়েছে ছবি জুড়ে' দাবি রাজ্যের। এই ছবি প্রদর্শিত হলে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলার পরিবেশ নষ্টের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আইনজীবী আস্থা শর্মা রাজ্য সরকারের হয়ে হলফানামা জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে। 

অন্যদিকে, বাংলায় The Kerala Story ব্যান নিয়ে সরকারের কাছে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন ছবির প্রযোজকরা। আর এই আর্জিই জানানো হয় সুপ্রিম কোর্টে। বাংলার পাশাপাশি তামিলনাড়ু সরকারের বিরোধিতাও করেছেন ছবির নির্মাতারা। সমস্ত সিনেমা হলগুলিতে নিরাপত্তা বাড়ানোর কথাও বলা হয়েছে। গত ৮ মে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি দ্য কেরালা স্টোরির কোনও স্ক্রিনিং হবে না এ রাজ্যে। একটি নির্দিষ্টি সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক এবং উদ্দেশ্যেপ্রণোদিত প্রোপাগান্ডা নিয়ে এই ছবি তৈরি করা হয়েছে বলে তাঁর মত।

এই ছবি কোনও হলে প্রদর্শিত হলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়। বাংলাই প্রথম রাজ্য হিসেবে এই ছবিটি ব্যান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, একটি রাজনৈতিক দল আগুন নিয়ে খেলছে। জাতিগত ও ধর্ম নিয়ে বিভাজন ও বৈষম্য সৃষ্টির চেষ্টা করছে। বিভাজনের রাজনীতি করার জন্যই এই ধরণের ছবি বানানো হয়েছে। কেন দ্য কেরালা স্টোরি তৈরি হল বলেও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।