ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহরে ফের বাড়ি বিপত্তি (Tangra Flat Leaning)। বাঘাযতীনের পর এবার ট্যাংরার ক্রিস্টোফার রোড। দিনের ব্যস্ত সময়ে পর পর দুটি বহুতল হেলে পড়ায় আতঙ্কে ছড়ালো এলাকায়। তবে ওই বহুতলটি নির্মীয়মাণ হওয়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।
বাঘাযতীনের চারতলা বহুতল হেলে যাওয়ার ক্ষত এখনও টাটকা। তার মধ্যেই বুধবার ট্যাংরার ক্রিস্টেফার রোডে হঠাৎই নজরে আসে পর পর দুটি বহুতল হেলে যাওয়ার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, হেলে যাওয়া বহুতলটি নির্মাণের কাজ চলছিলো। বিল্ডিংয়ের বাইরের কাজ শেষ হয়ে গেলেও চলছিলো ভিতরের কাজ। তার মধ্যেই আচমকা নজরে আসে ট্যাংরার দুই বহুতল পরপর হেলে যাওয়ার ঘটনা। কার গাফিলতিতে এই বিপত্তি? সেই প্রশ্ন উঠতেই প্রোমোটরের উপরে দায় চাপিয়েছেন পার্শ্ববর্তী বহুতলের মালিক (Tangra Flat Leaning)। বাধা দেওয়া সত্ত্বেও নির্মাণ কাজ চালিয়ে গিয়েছেন বলেও অভিযোগ। পার্শ্ববর্তী বহুতলের মালিক চাইছেন, প্রশাসন এই বিষয়ে কড়া পদক্ষেপ নিক।
কার গাফিলতিতে এই বিপত্তি? সেই প্রশ্ন উঠতেই প্রোমোটরের উপরে দায় চাপিয়েছেন পার্শ্ববর্তী বহুতলের মালিক। বাধা দেওয়া সত্ত্বেও নির্মাণ কাজ চালিয়ে গিয়েছেন বলেও অভিযোগ। পার্শ্ববর্তী বহুতলের মালিক চাইছেন, প্রশাসন এই বিষয়ে কড়া পদক্ষেপ নিক। কার গাফিলতিতে এই বিপত্তি (Tangra Flat Leaning)?
আরও পড়ুন: https://tribetv.in/apdr-apeals-chief-justice-division-bench-of-high-court/
সেই প্রশ্ন উঠতেই প্রোমোটরের উপরে দায় চাপিয়েছেন পার্শ্ববর্তী বহুতলের মালিক (Tangra Flat Leaning)। বাধা দেওয়া সত্ত্বেও নির্মাণ কাজ চালিয়ে গিয়েছেন বলেও অভিযোগ। পার্শ্ববর্তী বহুতলের মালিক চাইছেন, প্রশাসন এই বিষয়ে কড়া পদক্ষেপ নিক। তবে বহুতলের অনেক বাসিন্দাই প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না। সংসারের জিনিসপত্র গুছিয়ে বহুতল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন অনেকেই।
আরও পড়ুন: https://tribetv.in/mamata-banerjee-news-over-malda-district-administration/
বাঘাযতীন, কামারহাটি পর ট্যাংরা (Tangra Flat Leaning)। শহরের বুকে বার বার বহুতল বিপর্যয়ে উঠে আসছে প্রশাসনের নজরদাড়িতে গাফিলতির অভিযোগ। চলছে প্রোমোটর বনাম মালিক পক্ষের দায় চাপাচাপি। আর এরই মধ্যে পিষে মাথার উপর ছাদ হারিয়ে অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে। এর দায় কে নেবে? উঠছে প্রশ্ন।