'ভারত জোড়ো ন্যায় যাত্রায়' বেরিয়ে ফের মোদি সরকারের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী

নাগা জনজাতিদের অভিযোগ, মোদি সরকার ও এন এস সি এন (আই-এম)-এর মধ্যে ২০১৫-তে খসড়া চুক্তি হলেও এখনও তা রূপায়ণ হয়নি। আরও জানুন...

'ভারত জোড়ো ন্যায় যাত্রায়' বেরিয়ে  ফের মোদি সরকারের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: শিয়রে লোকসভা নির্বাচন। আসন্ন নির্বাচন ঘিরে রণকৌশল সাজাতে ব্যস্ত জাতীয় কংগ্রেস। শুরু হয়ে গিয়েছে তৃতীয় দিনের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। মঙ্গলবার নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে এই কর্মসূচি শুরু করেন Congress নেতা রাহুল গান্ধী। আসন্ন লোকসভার রূপরেখা সাজাতে ফের শুরু রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। 

এদিন উত্তর পূর্বের রাজ্য মণিপুরকে শান্ত করে দীর্ঘ পথ পেরিয়ে যাত্রা পৌঁছে গিয়েছে নাগাল্যান্ডে। এ বার যাত্রা শুরু হল কোহিমা থেকে। রবিবার রাহুল গান্ধী দ্বিতীয় দফার যাত্রা শুরু করেছিল মণিপুর থেকে। একাধিক প্রতিবন্ধকতা পেরিয়ে আজও অবিচল ভারত জোড়ো ন্যায় যাত্রা। কোহিমা থেকে আজই যাত্রা কংগ্রেস কম্যান্ডের। তার আগেই মোদি সরকারের বিরুদ্ধে নাগাদের জনজাতিদের অভিযোগ জনসমক্ষে তুলে ধরেন তিনি। 

 নাগা জনজাতিদের পাশে দাঁড়ান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নাগাল্যান্ডের জনজাতি সংগঠন ‘নাগা হোহো’ দের সঙ্গে দেখা করেন তিনি। রাহুলকে ঘিরে এদিন নাগা জনজাতিদের অভিযোগ, মোদি সরকার ও এন এস সি এন (আই-এম)-এর মধ্যে ২০১৫-তে খসড়া চুক্তি হলেও এখনও তা রূপায়ণ হয়নি। অথচ মোদি সরকার এই চুক্তিকে নাগাল্যান্ডের সমস্যার সমাধান হিসেবে তুলে ধরেছিল। এছাড়াও একাধিক অভিযোগ জানান তারা। ভারত জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় দিনেও একাধিক কর্মসূচীর ডালি সাজিয়ে এগিয়ে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদি সরকারের প্রচারের আলোয় লুকিয়ে থাকা কংগ্রেসের ব্যর্থতার কাহিনি কতটা সফল হয় রাহুল গান্ধীর যাত্রা, তার দিকেই তাকিয়ে দেশবাসী।