INDIA Alliance: দিল্লির মসনদ দখলের লড়াইয়ে বৈঠকে 'ইন্ডিয়া', তাড়াতাড়ি কাজ শুরু করার বার্তা মমতার

আজ তৃতীয় বৈঠকে বসেছে ইন্ডিয়া জোট। তবে বৈঠক শুরুর আগেই বড় ধাক্কা বিরোধী জোটে। লোগো বা প্রতীক ঘিরে তৈরি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা।

INDIA Alliance:  দিল্লির মসনদ দখলের লড়াইয়ে বৈঠকে 'ইন্ডিয়া',  তাড়াতাড়ি কাজ শুরু করার বার্তা মমতার
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: পাখির চোখ ২০২৪। লক্ষ্য লোকসভা (Parliament)। আর সেই লক্ষ্য স্থির করতে আজ আরব সাগরের তীরে মুম্বইতে অ-BJP মোট ২৮টি দলের মেগা বৈঠক। ২৮টি দল এক I.N.D.I.A । মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠকে উপস্থিত ছিলেন লালুপ্রাসাদ যাদব, তেজস্বী, সনিয়া, রাহুল গান্ধী, একইমঞ্চে সনিয়া-মমতা।  এদিনের এই বৈঠকে যোগ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী Mamata Banerjee বলেন,'' সময় নেই সময় নষ্ট করার।'' অরবিন্দ কেজরীওয়াল বলেন, ''৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্য স্তরে আসন বণ্টনের সূত্র ঠিক করে ফেলা হোক।'' 

সূত্রের খবর, এদিনের এই বৈঠক থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ''অনেক আলোচনা হয়েছে। এ বার যা করার তাড়াতাড়ি করে ফেলতে হবে।'' শুধু তাই নয়, একই কথা বলেছেন উদ্ধব ঠাকরেও। কংগ্রেসের নেতারা মনে করিয়ে দিলেন, নভেম্বর-ডিসেম্বর মাসে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য তাঁরা ব্যস্ত থাকবেন। তাই তার আগেই কাজ শুরু করে দিতে হবে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে প্রস্তাব দিয়েছেন, আগামী ২ অক্টোবর মোহনদাস কর্মচন্দ গান্ধীর জন্মবার্ষিকীতে দিল্লির রাজঘাট থেকে ‘ইন্ডিয়া’র মূল কর্মসূচি হিসেবে পাঁচ-ছ’টি বিষয় ঘোষণা করে দেওয়া হোক। এই পাঁচ-ছ'টি বিষয়ই বিরোধীদের 'ইন্ডিয়া'র ইস্তাহারের ভিত্তি হতে পারে। মমতা বলেছেন, জোটের সবাই মিলে রাজঘাট থেকে এই ঘোষণা করা যেতে পারে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়তে হবে।

https://twitter.com/ANI/status/1697492481397633276?s=20
  
উল্লেখ্য, আজ তৃতীয় বৈঠকে বসেছে ইন্ডিয়া জোট (INDIA)। তবে বৈঠক শুরুর আগেই বড় ধাক্কা বিরোধী জোটে। লোগো (Logo) বা প্রতীক ঘিরে তৈরি ব্যাপক অনিশ্চয়তা। আজ, শুক্রবার মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক শুরুর আগেই উন্মোচন করার কথা ছিল ইন্ডিয়া জোটের একটি নির্দিষ্ট প্রতীকের। কিন্তু তা নির্ধারিত সময়ে প্রকাশ করা হল না। এরপরই জল্পনা শুরু হয় যে লোগো উন্মোচন স্থগিত করে দিতে পারে ইন্ডিয়া জোট। জানা গিয়েছে, ইন্ডিয়া জোটের লোগো প্রকাশ ঘিরে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। লোগো বা প্রতীকের কী ট্যাগলাইন লেখা হবে, তা নিয়ে মতানৈক্য তৈরি হয়েছে। জোটসঙ্গীদের মধ্যে প্রতীক নিয়ে বিরোধ তৈরি হয়েছে। তার জেরেই লোগো বা প্রতীক উন্মোচন পিছিয়ে যাচ্ছে। এই বিষয়ে শিবসেনা (ইউবিটি)-র নেতা সঞ্জয় রাউত বলেন, ''প্রতীক উন্মোচন বাতিল করা হয়নি, তা পিছিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।'' কেন পিছিয়ে দেওয়া হল লোগো উন্মোচন, সেই বিষয়ে সঞ্জয় রাউত বলেন, ''কয়েকজন নেতা লোগোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের কথা, প্রতিটি দলেরই নিজস্ব একটি প্রতীক রয়েছে। তাহলে আবার জোটের প্রতীকের প্রয়োজন কীসের?'' 

প্রসঙ্গত, আসন্ন ২০২৪ এর লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ থেকে মোদীকে গদিচ্যুত করতে এখন থেকেই আসরে নেমে পড়েছে অ-বিজেপি রাজনৈতিক দলগুলি। মুম্বইয়ের পাঁচতারা হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বৈঠক শুরু হয়। তাৎপর্যপূর্ণ হল, বেঙ্গালুরুর মতো এ বারের বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসে ছিলেন রাহুল গান্ধী। রাহুলের অন্য পাশে ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মুম্বইয়ে বৈঠকের আগে দিল্লিতে রাহুল ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাতরাশ বৈঠক করে এসেছিলেন। রাজ্য স্তরে কংগ্রেস, তৃণমূল, সিপিএমের আসন সমঝোতা নিয়ে সেখানে কথা হয়েছে বলে অনেকের অনুমান। তারপরে 'ইন্ডিয়া'র বৈঠকে মমতা, রাহুল, ইয়েচুরির পাশাপাশি বসা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক শিবির। এখন দেখার আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জোটের জল কতদূর গড়ায়।