Madan Mitra News: 'পদত্যাগ করতে বললে পদত্যাগ করব', SSKM ইস্যুতে হুঁশিয়ারি মদনের

রোগী ভর্তি নিয়ে মদন মিত্রের বিস্ফোরক অভিযোগের পর কড়া পদক্ষেপ নেয় SSKM কর্তৃপক্ষ। গোটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে।

Madan Mitra News:  'পদত্যাগ করতে বললে পদত্যাগ করব', SSKM ইস্যুতে হুঁশিয়ারি মদনের
মদন মিত্র (ছবি সৌজন্য-ফেসবুক)

ট্রাইব টিভি ডিজিটাল: শুক্রবার রাতে SSKM-এরই এক স্বাস্থ্য কর্মীকে হাসপাতালে ভর্তি করতে না পেরে ঐ হাসপাতালের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন কামারহাটির তৃণমূল বিধায়ক। এর পরই মদন মিত্রের বিরুদ্ধে পাল্টা সুর চড়ান এসএসকেএম অধিকর্তা। যদিও এসএসকেএমের বিরুদ্ধে কথা বলার পরও নিজের বক্তব্যে অনড় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

শনিবার সাংবাদিক বৈঠক করে রীতিমত পদত্যাগের হুঁশিয়ারি দিলেন তিনি। তিনি বললেন, ''একটা তো বিধায়ক পদ। আমাকে বললে প্রয়োজনে পদত্যাগ করব। আমাকে দল কী দিয়েছেন? ৫ বছরে ৫ মিনিটও সময় দেননি।'' তাঁর এমন বিস্ফোরক বক্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, মদন মিত্রের এতদিনকার অভিমান এভাবে প্রকাশ্যে এল। মদন মিত্র আরও বলেন,  ''দরকার পড়লে পদ ছেড়ে দেব। একটা তো বিধায়ক পদ। দরকারে টিউশন করে উপার্জন করব। আমি সোনালি গুহ, শুভেন্দু অধিকারী, দীনেশ ত্রিবেদী বা মুকুল রায় নই। আমি মদন মিত্র! উনি আমাকে কী দিয়েছেন? ৫ বছরে পাঁচ মিনিটও সময় দেননি আমায়। আর এই বক্তব্য থেকেই স্পষ্ট, মদন মিত্রের নিশানায় দলনেত্রী। নাম না করে কামারহাটির বিধায়কের দাবি, ''নেত্রীর সঙ্গে জেলে যাওয়ার জন্যও তৈরি ছিলাম। এখনও যদি উনি চান, তাহলে জেলে যেতে রাজি। উনি আমার নেত্রী। আমি তাঁকে শ্রদ্ধা করি। কিন্তু ওঁর নাম করে কেউ যদি আমায় কিছু বলে, তাহলে তা আমি মেনে নেব না।''  

অন্যদিকে, রোগী ভর্তি নিয়ে মদন মিত্রের বিস্ফোরক অভিযোগের পর কড়া পদক্ষেপ নেয় SSKM কর্তৃপক্ষ। গোটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে।  শনিবার SSKM অধিকর্তা ডঃ মণিময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান, CCTV ফুটেজ খতিয়ে দেখে গোটা বিষয়টার তদন্ত করা হবে।  শুক্রবার রাতে বাইক দুর্ঘটনায় আহত হন শুভদীপ পাল। তিনি আবার SSKM-এরই ল্যাব টেকনিশিয়ান। হাসপাতালের কর্মীরই এই অবস্থা হলে, সাধারণ মানুষের কী অবস্থা হবে বলেও এদিন প্রশ্ন তুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর অভিযোগ, SSKM-এ দালালরাজ চলছে। টাকার খেলা চলছে চারিদিকে। টাকা দিলে তবেই মেলে স্বাস্থ্য পরিষেবা। বিধায়কের অভিযোগের তির, তার দলের দিকেই। এই নিয়ে মামলারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিন SSKM হাসপাতালে কার্যত রুদ্রমূর্তিতে ধরা দিলেন মদন। হাসপাতালে ঢোকার মুখে পুলিশ এবং কর্মীদের উদ্দেশ্যেও প্রশ্ন ছুড়ে দিতে দেখা গেল কামারহাটির বিধায়কে। হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

প্রসঙ্গত, SSKM-এর বিরুদ্ধে ক্ষোভ জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপও দাবি করেন মদন মিত্র। SSKM বয়কটেরও ডাক দিলেন ক্ষুদ্ধ কামারহাটির বিধায়ক। তিনি জানান, আমি মদন মিত্র অভিযোগ করছি। সে নো টু পিজি। জনগণের কাছে আমার আবেদন, যতক্ষণ না মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন, সে নো টু পিজি। চিকিৎসার প্রয়োজনে যত টাকা লাগে নিজের ঘড়ি, আংটি বিক্রি করে রোগীর চিকিৎসা করাবেন বলেও জানান তিনি। রোগী যেতে যেতে যদি মারা যান, তাহলে মেডিকেল অফিসারের নামে রোগীর পরিজনকে মামলা করারও হুঁশিয়ারি দেন তিনি। সেক্ষেত্রে নিজে মামলা লড়বেন বলেও জানিয়ে দেন প্রাক্তন মন্ত্রী। সেইসঙ্গে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি। আমরা আসার পর যদি এই অবস্থা হয় তাহলে গরিব মানুষগুলোর কী অবস্থা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন। তার আরও অভিযোগ, রোগী ভিখারির মতো পড়ে রয়েছেন। বাইরে থেকে এসে দালাল ঘুরছে। পিজি-র সুপার, ডিরেক্টরের পদত্যাগের দাবিও জানিয়েছিলেন মদন মিত্র।