'INDIA' জোটকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা, নমোর নিশানায় বিরোধীরা

 NDA বিরোধী I.N.D.I.A জোটকে নজিরবিহীন কটাক্ষ করেণ প্রধানমন্ত্রী। জঙ্গি গোষ্ঠী ';ইন্ডিয়ান মুজাহিদিন' এবং ইস্ট-ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ‘ইন্ডিয়া’ জোটকে তুলনা করেন নরেন্দ্র মোদি...

'INDIA' জোটকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা, নমোর নিশানায় বিরোধীরা
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: মণিপুর হিংসা নিয়ে উত্তাল সংসদ। রাজধানীতেও মণিপুরের আঁচ। সেই আবহে বিরোধী জোট 'INDIA'-কে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। জঙ্গিগোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের 'সমান' বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, "ইন্ডিয়ান মুজাহিদিন, PFI-তেও তো INDIA আছে!" সংসদের বাদল অধিবেশনের আগে বিজেপি সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করেন মোদি। সেখানেই এমন মন্তব্য করেন তিনি। আর যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আক্রমণ পাল্টা আক্রমণ।

জানা গিয়েছে,  NDA বিরোধী I.N.D.I.A জোটকে নজিরবিহীন কটাক্ষ করেণ প্রধানমন্ত্রী। জঙ্গি গোষ্ঠী ';ইন্ডিয়ান মুজাহিদিন' এবং ইস্ট-ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ‘ইন্ডিয়া’ জোটকে তুলনা করেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠক ছিল। সেখানে ছিলেন প্রধানমন্ত্রীও। ওই বৈঠকেই বিরোধী জোটকে তুলোধনা করেন তিনি। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, ''প্রধানমন্ত্রী বলেছেন যে, ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশদের তৈরি এবং ইস্ট ইন্ডিয়ান কোম্পানিও ব্রিটিশদের দ্বারা তৈরি হয়েছিল। লোকেরা ইন্ডিয়ান মুজাহিদিন এবং ইন্ডিয়ান পিপলস ফ্রন্টের মতো নামও রাখে। এদের মুখ একরকম, কিন্তু সত্য অন্য রকম।'' 

দিল্লি থেকে বিজেপিকে উৎখাতে সর্বভারতীয় স্তরে ২৬ দলের বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে ‘দিশাহীন’ বলেও মন্তব্য করেছেন নমো। তিনি জানান, বিরোধীদের কাজই প্রতিবাদ করা, দলীয় নেতাদের তিনি নিজেদের কাজে মনোযোগ দিতে বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীরা সম্পূর্ণ দিশাহীন। মনে হয়, তারা দীর্ঘদিন ধরে বিরোধী আসনে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বছর। কিন্তু, এটি একটা নতুন সূচনাও বটে। কারণ, ২০২৪ সালে আমরা আবার সরকার গঠন করব।” এরপরই বিরোধীদের সম্পর্কে তিনি বলেন, “যেভাবে ব্রিটিশরা এসে নিজেদের নাম দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একইভাবে বিরোধীরাও নিজেদের ইন্ডিয়া নামে তুলে ধরছে। এমনকি, ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলির নামেও ইন্ডিয়া রয়েছে।” 

নতুন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণাত্মক মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন টুইট বার্তায় তিনি জানান, ''শ্রীযুক্ত মোদি, আপনি যে নামেই আমাদের ডাকুন, আমরা 'ইন্ডিয়া'। আমরা মণিপুরের ক্ষত প্রশমণ করতে, প্রত্যেক মহিলা এবং শিশুর চোখের জল মোছাতে সহায়তা করব। আমরা মানুষের মধ্যে শান্তি এবং ভালবাসা ফিরিয়ে আনব। আমরা মণিপুরে ভারতীয়ত্বের চেতনা পুনর্নির্মাণ করব।''