হল না শেষ রক্ষা! রেড পাণ্ডা-চিতার চামরা পাচারের আগেই পুলিশের জালে ৩

মঙ্গলবার রাতে বিষয়টি বনদফতরের কর্মীরা জানতে পারেন। এরপর রাত থেকেই বনদফতরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও বনকর্মীরা এলাকায় রয়েছেন।

হল না শেষ রক্ষা! রেড পাণ্ডা-চিতার চামরা পাচারের আগেই পুলিশের জালে ৩

ট্রাইব টিভি ডিজিটাল: পাচারের চেষ্টা বানচাল। নেপাল থেকে ভুটানে চিতাবাঘ ও রেড পাণ্ডার চামড়া পাচারের পথে তিন পাচারকারীকে গ্রেফতার করল বন দফতর। ধৃতদের মধ্যে ১ জন নেপালের হোটেল ব্যবসায়ী ও রয়েছেন বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, নেপাল থেকে শিলিগুড়ির হয়ে বহু মূল্যবান এই চামড়াগুলি ভুটানে পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা একটি মোটর বাইকে থাকা ৩ পাচারকারীকে আটক করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দুটি রেড পান্ডা ও একটি চিতা বাঘের চামড়া। ৩০ লাখ টাকার বিনিময়ে ভুটানে পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিলো পাচারকারীরা। ধৃত তিন পাচারকারীকে এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

অন্যদিকে, একটি পূর্ণ বয়ষ্ক হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কালচিনি ব্লকের ভাটপাড়ার বিজয়পুরবস্তি এলাকায়। এলাকার খালি জমিতে একটি হাতির মৃতদেহ পড়ে আছে আশ্চর্যজনক ভাবে হাতির মৃতদেহ পাশে বড় গর্ত করা হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছে, কেউ বা কারা হাতিটিকে এলাকায় সমাধিস্থ করার পরিকল্পনা নিয়েছিল।

আরও পড়ুন: https://www.tribetv.in/ED-names-Jacqueline-Fernandez-as-accused-in-Rs-215-crore-extortion-case

 এদিকে মঙ্গলবার রাতে বিষয়টি বনদফতরের কর্মীরা জানতে পারেন। এরপর রাত থেকেই বনদফতরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও বনকর্মীরা এলাকায় রয়েছেন। কী ভাবে হাতিটি মৃত্যু হল এই নিয়ে এলাকায় ধোঁয়াশা ছড়িয়েছে। বনকর্মীদের অনুমান, দু'দিন আগেই হাতিটির মৃত্যু হয়েছে। তারপর হাতিটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।  

আরও পড়ুন: https://www.tribetv.in/Delhi-government-asks-people-to-take-booster-shots-as-Covid-positivity-rate-nears-20

বনদফতর সূত্রে খবর, ইলেকট্রনিক শক লেগেই মৃত্যু হয়েছে হাতিটির। এবং প্রমাণ লোপাটের জন্য গর্ত করে হাতিটিকে সমাধিস্থ করার পরিকল্পনা নিয়েছিল কিছু গ্রামবাসী। এ ঘটনায় ইতিমধ্যেই গ্রামের একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি দুই পলাতক। তাদের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিকরা।