মরশুমের শীতলতম দিন! বঙ্গে কবে পড়ছে জাঁকিয়ে শীত সুখবর দিল হাওয়া অফিস

আজ সোমবার থেকে আগামী কয়েক দিন আবহাওয়ার সেভাবে হেরফের হবে না। আগামী কয়েকদিন এরকমই তাপমাত্রা থাকবে।

মরশুমের শীতলতম দিন! বঙ্গে কবে পড়ছে জাঁকিয়ে শীত সুখবর দিল হাওয়া অফিস

ট্রাইব টিভি ডিজিটাল: রবিবাসরীয় সকাল থেকেই হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছিল বাংলাজুড়ে। সপ্তাহের শুরুতে সোমবার সক্রিয় উত্তুরে হাওয়া। আর এই উত্তুরে হাওয়ার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। এমনকি শীতপ্রেমীদের জন্য সুখবর দিচ্ছে হাওয়া অফিসও। 

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আজ সোমবার থেকে আগামী কয়েক দিন আবহাওয়ার সেভাবে হেরফের হবে না। আগামী কয়েকদিন এরকমই তাপমাত্রা থাকবে। শনি ও রবিবারের তুলনায় সোমবার দক্ষিণবঙ্গে পারদ পতন হয়েছে অনেকটাই। তবে শীতের এই আমেজ খুব একটা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন হাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস। 

সূত্রের খবর, পশ্চিম হিমালয়ের উপর থেকে পশ্চিমি ঝঞ্ঝা সরে যাওয়ার পর উত্তর দিক থেকে ঠান্ডা ও শুস্ক বাতাস প্রবেশের পথ খুলে গিয়েছে। যার কারণে রবিবার ভোর থেকেই গ্রামবাংলা জুড়ে বাতাসে শীতের আমেজ। ভোররাতের দিকে গায়ে জড়াতে হচ্ছে কম্বল। তবে আপাতত দিনের তাপমাত্রা সেভাবে কমবে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২০ ও ৩০ ডিগ্রির নীচে নেমে আসলে হাল্কা শীত পরেছে বলে ধরা হয়। তবে আপাতত এই কয়দিন এরকমই আবহাওয়া থাকবে। আর হাল্কা শীতের এই ঠাণ্ডা ঠাণ্ডা আমেজ নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।