ED স্ক্যানারে অরূপ রায়, অ্যালকেমিস্টকাণ্ডে দিল্লিতে তলব মন্ত্রীকে

ইডি সূত্রের খবর, অ্যালকেমিস্ট চিটফান্ডের নথি ও হিসেব খতিয়ে দেখার সময় বেশ কিছু লেনদেনের হিসেবে দেখতে পায় ইডি। সেখানে দেখা যায়, বেশ কিছু লেনদেন হয়েছে যা চিটফান্ড সংক্রান্ত কোনও কাজের জন্য় খরচ হয়নি। পড়ুন বিস্তারিত...

ED স্ক্যানারে অরূপ রায়, অ্যালকেমিস্টকাণ্ডে দিল্লিতে তলব মন্ত্রীকে
অরূপ বিশ্বাস (ফাইল চিত্র)।।

ট্রাইব টিভি ডিজিটাল: অরূপ বিশ্বাসকে ইডির তলব (Arup Biswas Ed Summoned)। এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রীকে অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED)। তবে ইডি সূত্রের খবর, মন্ত্রী হিসেবে নয়। -তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। আগামীকাল দিল্লিতে সকাল ১১টায় তাঁকে তলব করা হয়েছে। ইডির কাছে সময় চেয়েছিলেন অরূপ বিশ্বাস। আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত, খবর ইডি সূত্রে। ২০১৪ সালের ভোটের প্রচারে আর্থিক লেনদেনকে সামনে রেখে তলব, খবর সূত্রের। ইডির তলব, প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি অরূপ বিশ্বাস। সমন নিয়ে দলের বক্তব্য চিঠিতে ইডিকে জানিয়েছেন অরূপ বিশ্বাস। খবর তৃণমূল সূত্রে।

 ইডি সূত্রের খবর, অ্যালকেমিস্ট চিটফান্ডের নথি ও হিসেব খতিয়ে দেখার সময় বেশ কিছু লেনদেনের হিসেবে দেখতে পায় ইডি। সেখানে দেখা যায়, বেশ কিছু লেনদেন হয়েছে যা চিটফান্ড সংক্রান্ত কোনও কাজের জন্য় খরচ হয়নি। সেই সূত্র ধরে, সেই হিসেব সংক্রান্ত নথি সামনে রেখেই তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

আরও পড়ুন: https://www.tribetv.in/Calcutta-High-court-approved-suvendu-adhikari-plea-to-go-to-sandeshkhali

 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই মামলায় প্রায় ১৯০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবেই অরূপকে তলব করা হয়েছে। মন্ত্রী সময় চেয়েছেন। তাঁর আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই ইডির একটি সূত্রের দাবি। তবে এর আগে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি (Mukul Roy ED)। কিন্তু শারীরিক কারণেই তিনি দিল্লি যেতে পারেননি।

আরও পড়ুন: https://www.tribetv.in/PM-Modi-visits-to-Bengal-on-1-march-ahead-of-lok-sabha-election-2024

পরিবারের আবেদন মেনে গত সোমবার ইডি আধিকারিকেরা মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। ঘটনাচক্রে, তার পরেই অরূপকে তলব করা হল। তবে ইডি সূত্রে খবর, মন্ত্রী নয়, তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবেই অরূপকে তলব করা হয়েছে। তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতেই এই তলব। ২০১৪ সালের ভোটের প্রচারে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে অরূপের কাছে জানতে চাওয়া হতে পারে বলেই ওই সূত্রটির দাবি। বিষয়টি নিয়ে অরূপ প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। তবে তৃণমূল সূত্রে খবর, দলের বক্তব্য তিনি ইডিকে জানিয়েছেন চিঠি দিয়ে।