ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম। অভিযোগ করেছিলেন কুলপির এক বিজেপি নেতা (Awas Yojana Scam)। তাকে শিক্ষা দিতে ওই বিজেপি নেতার বাড়ি ঘেরাও করলেন তৃণমূলের কর্মীরা। ঘটনা কুলপির করঞ্জলীর শ্যামনগর গ্রামের। বিষয়টি নিয়ে বিডিও -র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই বিজেপি নেতা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন কুলপির বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা এলাকায়।
আবাস দুর্নীতি (Awas Yojana Scam)
এবার বাংলার আবাসেও ভুরু ভুরি দুর্নীতি (Awas Yojana Scam)। এর আগে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতির চাপ ফেলেছে। রাজ্যজুড়ে কোণায় কোণায় প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতির চাপ ফেলেছে। প্রতিটা ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে যে, আবাস তালিকা থেকে ক্রমেই বঞ্চিত হচ্ছেন অসহায় গরিব মানুষ। প্রভাবশালী নেতারা এলাকায় প্রভাব খাটিয়ে একবারের জায়গায় দু’বার করে নিজেদের নাম তুলে নিচ্ছেন।
এমনকি যাদের পাকা বাড়ি রয়েছে তারাও দ্বিতীয় বার বাড়ির জন্য আবেদন করছেন। এক কোথায় দুর্নীতির আখড়া হয়ে গিয়েছে প্রধান মন্ত্রীর আবাস যোজনা। শাসক দল অভিযোগ অস্বীকার করলেও আবাসে দুর্নীতির অভিযোগ রাজ্যজুড়ে। প্রতিবাদীর বাড়ি ঘেরাও করে কি বন্ধ করা যাবে প্রতিবাদীর মুখ? কেন আবাসের ঘর পাবেন না গরিব মানুষরা? প্রশাসনের দিকে তাকিয়ে বঞ্চিত অসহায় মানুষজন।
অভিযোগ (Awas Yojana Scam)
পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনা তালিকায় নাম আছে স্থানীয় নেতাদের (Awas Yojana Scam)। প্রতিবাদ করায় ওই বিজেপি নেতার বাড়ি ঘেরাও করা হয়। অভিযোগের তিরে তৃণমূলের কর্মীরা। যদিও পুরো ঘটনা নিয়ে বিডিও -র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই বিজেপি নেতা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলপি থানার পুলিশ বাহিনী। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল। শাসক দল অভিযোগ অস্বীকার করলেও আবাসে দুর্নীতির অভিযোগ রাজ্যজুড়ে। প্রতিবাদীর বাড়ি ঘেরাও করে কি বন্ধ করা যাবে প্রতিবাদীর মুখ? কেন আবাসের ঘর পাবেন না গরিব মানুষরা? প্রশাসনের দিকে তাকিয়ে বঞ্চিত অসহায় মানুষজন।
আরও পড়ুন: Housing Scheme Corruption: আবাসের ঘর শাসক নেতা স্কুল শিক্ষকের! গৃহহীনরা পাবে ঘর? উঠছে প্রশ্ন
আবাস নিয়ে শাসক-বিরোধী তরজা
তবে এবার আবাস যোজনা কেলেঙ্কারির বিরুদ্ধে বিভিন্ন জেলায় মানুষের ক্ষোভ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কিছু এলাকায় সামাজিক চাপ টিএমসি পঞ্চায়েত নেতাদের পদত্যাগ করতে বাধ্য করেছিল। টিএমসি নেতারা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগের কারণে কয়েক বছর আগে টিএমসি ছেড়ে যাওয়া বিজেপি সদস্যদের দোষারোপ করতে শুরু করেছেন।
আরও পড়ুন: Ayan Sil: নিয়োগ দুর্নীতিতে শর্তসাপেক্ষে জামিন অয়ন শীলের, কিন্তু এখনই নয় জেলমুক্তি
ব্লেম গেম
এখন, TMC নেতারা হঠাৎ করেই গ্রামীণ এলাকায় ক্রমবর্ধমান অস্থিরতার কারণে দুর্নীতির প্রতি জিরো-টলারেন্স নীতির কথা বলতে শুরু করেছেন এবং তাদের মধ্যে কেউ কেউ BDO-কে দোষারোপ করেছেন। ব্লেম গেমটি প্রমাণ করে যে এই প্রকল্পের দুর্নীতির মূলে রয়েছে এবং বাংলায় শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মতোই। টিএমসি নেতা এবং প্রশাসন উভয় কেলেঙ্কারিতে প্রধান ভূমিকা পালন করেছে।
উপরে উল্লিখিত হিসাবে, আবাসন দরিদ্রদের প্রাথমিক প্রয়োজন। পঞ্চায়েত নির্বাচন দেখাবে আবাস যোজনার দুর্নীতির প্রতি পশ্চিমবঙ্গের মানুষ কেমন প্রতিক্রিয়া দেখায়।