ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘বিনোদিনী-একটি নটীর উপাখ্যান’ (Binodiini) ছবিটি তৈরি করতে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra) কম পরিশ্রম করতে হয়নি। টানা পাঁচ বছর অক্লান্ত পরিশ্রমের পর, তাঁর সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। এর আগেও রুক্মিণী বলেছিলেন, এই ছবিটি তাঁর জীবনের অন্যতম একটা কাজ। আগামী ২৩ জানুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে। শনিবার দুপুরে মুক্তি পেল ছবির ট্রেলার। সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, দেব তো রীতিমত রুক্মিণী মৈত্রের প্রশংসায় পঞ্চমুখ। কী বললেন জানেন? রুক্মিণীর মধ্যে নাকি দেব ভর করেছে। কিন্তু টলিউড সুপার স্টার হঠাৎ কেন এমন কথা বললেন?
বহুদিনের পরিশ্রমের ফসল (Binodiini)
বর্তমানে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে ‘খাদান’। সমস্ত রেকর্ড ভেঙে ইতিমধ্যেই ব্লকবাস্টার দেবের অ্যাকশন অবতার। যখন খাদানে মত্ত গোটা বাংলা, ঠিক তখনই দেব বললেন, এখন আসল স্টার বিনোদিনী (Binodiini) অর্থাৎ ওরফে রুক্মিণী মৈত্র। এই দিন অনুষ্ঠানে রুক্মিণী বেশি কথা বলতে পারেননি। তাঁর গলা ধরে আসছিল। চোখে জল। অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। বিনোদিনী ছবি তাঁর কাছে সত্যি হওয়া স্বপ্ন। বহুদিনের পরিশ্রমের ফসল। এই একটি ছবির জন্য টানা পাঁচ বছর কত্থক প্র্যাকটিস করেছেন। এই ছবিটি রুক্মিণী এবং পরিচালক রামকমল মুখার্জির একটা লড়াইয়ের জয়।
বিনোদিনী লুকে পারফেক্ট রুক্মিণী (Binodiini)
বাংলায় হিরো কেন্দ্রিক নয়, এটি হিরোইন কেন্দ্রিক ছবি। যার কারণে প্রথমদিকে বহু প্রডিউসার পিছিয়ে গিয়েছিলেন। বিনোদিনী (Binodiini) ছবি নিয়ে কাজ করতে চাননি। অনেক পরিশ্রমের পর মহালয়ার দিন প্রথম ঝলক শেয়ার করে চমকে দিয়েছিলেন রুক্মিণী। তারপর কালীপুজোর দিন সামনে আসে টিজার। তাছাড়া কয়েকদিন আগেই এই ছবির কানহা গান দেখে দর্শকরা তো অবাক। রুক্মিনীর অনুরাগীরা বিনোদিনী রূপে অভিনেত্রীকে দেখে মনে করছেন, একেবারে পারফেক্ট। এবার সামনে এল ছবির ট্রেলার।
আরও পড়ুন: Debleena Dutta: “ভয় পেয়ে কাজ করব না”! জাস্টিস চেয়ে সংকটে দেবলীনা
রুক্মিণীর মধ্যে ভর করছে দেব
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব বললেন, রুক্মিণী ভিতরে একটা দেব ভর করেছে। আগের থেকে রুক্মিণী অনেকটা খিটখিটে। কারণ দেবের মতই রুক্মিণী কাজে সবকিছু নিখুঁত চাইছেন। রুক্মিণী গতকাল অর্থাৎ শুক্রবার সারা সন্ধ্যে ভালো বলার পরেও মন খুঁতখুঁত করে গেছে। কাজের প্রতি রুক্মিণীর একাগ্রতা, খুঁতখুতে ভাব দেখে, দেব মনে করছেন রুক্মিনীর মধ্যে আস্তে আস্তে ভর করছে ‘দেব’। তবে এটা ঠিক, রুক্মিণী নিজের পরিশ্রমে এত ভাল একটা ছবি করেছে। প্রচুর খেটেছে।
আরও পড়ুন: Mittir Bari: কাদা মেখে পুরোদমে অ্যাকশন, জোনাকিকে বাঁচাতে কী করবে ধ্রুব?
চ্যালেঞ্জিং ছবি বিনোদিনী
স্টার থিয়েটার গড়ে ওঠার পেছনে নটী বিনোদিনীর ভূমিকা অস্বীকার করার নয়। সেই বিনোদিনীর জীবন নিয়েই ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবি। এখানে বিনোদিনীর ভূমিকায় রয়েছেন রুক্মিণী। এর আগে একবার রুক্মিণী বলেছিলেন, এই ছবি অত্যন্ত চ্যালেঞ্জিং। প্রথমত বিনোদিনী কোনও কাল্পনিক চরিত্র নয়। একটি ঐতিহাসিক চরিত্র। যাকে নিয়ে প্রচুর গবেষণা রয়েছে। থিসিস রয়েছে। সেই চরিত্রটিকে পর্দায় নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা, রুক্মিণীর কাছে সহজ ছিল না। পাঁচ বছরের লড়াই। এরপর সফলতা। ২৩ জানুয়ারি ছবি মুক্তি পাবে। রুক্মিণীর কথায়, তাঁর থেকেও বিনোদিনীর লড়াই অনেক অনেক বড়। প্রায় ১৪০ বছরের লড়াই ছিল বিনোদিনীর। সেটাই দেখতে চলেছেন এই ছবিতে।