ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা পুরসভার মাসিক অধিবেশন (KMC monthly session) চলাকালীন ফের হট্টোগোল। অধিবেশন থেকে ওয়াক আউট বিজেপি কাউন্সিলরদের। কাউন্সিলরদের নিরাপত্তার প্রশ্ন তুলতেই সজল ঘোষের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। অধিবেশন ছেড়ে বেরিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি নেতা। এভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে বলে তোপ দাগেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ (Sajal ghosh)।
মাসিক অধিবেশন চলাকালীন ফের উত্তেজনা কলকাতা পুরসভায় (KMC monthly session)। সম্প্রতি শাসকদলের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণের ঘটনা প্রসঙ্গ ওঠে অধিবেশনে। ঘটনা তুলে ধরে ‘কলকাতা পুরসভার কাউন্সিলর রাজ্যে বর্তমানে নিরাপদ নন’ বলে দাবি করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। অধিবেশনের চলাকালীন এই বিষয়টি উঠতেই কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় তাঁর মাইক বন্ধ করে দেন। একইসঙ্গে তাঁর বক্তব্যকে এক্সপাঞ্জ করার নির্দেশ দেন বলে অভিযোগ। তারপরই শুরু হয় তুমুল হট্টগোল। কলকাতা পুরসভার অধিবেশনে কক্ষ ত্যাগ করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ (Sajal ghosh) ও মিনা দেবী পুরোহিত।
আরও পড়ুন: Mamata Banerjee: মূল্য বৃদ্ধি রুখতে প্রশাসনিক রদ বদল, মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ!
আরও পড়ুন: CV Bose: সি ভি বোসের রাজ্যপাল পদে দু’বছর পূর্তি, অনুষ্ঠানে আমন্ত্রিত নন মুখ্যমন্ত্রী!
পুরসভার অধিবেশন (KMC monthly session) থেকে বেরিয়ে আসার পর বিজেপি কাউন্সিলর বলেন, তৃণমূল কাউন্সিলরদের ওপর যে হামলা হয়েছে আমরা আজ সেকথা বলতে গিয়েছিলাম। সেখানে মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। যাদের হয়ে চিৎকার করছিলেন, ওয়াক আউট করার সময় তাঁরাই হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করছিলেন বলে দাবি করেন সজল ঘোষ (Sajal ghosh)।
সজল ঘোষের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভা রাজনীতি করার জায়গা নয়, দাবি মেয়রের। সবমিলিয়ে শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ঘিরে উত্তেজনা তুঙ্গে। এখন দেখার মাইক বন্ধের এই অভিযোগ বিরোধীদের নতুন করে অক্সিজেন দেয় কিনা।