সকাল থেকেই আকাশের মুখভার, স্যাঁতস্যাঁতে ঠান্ডার সঙ্গে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

উত্তরপ্রদেশ সহ পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে অবস্থান করছে আরও একটি সাইক্লোনিক ঘূর্ণাবর্ত। উত্তর ভারতের একাধিক জেলায় ঘূর্ণাবর্তের জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। জানুন আরও বিস্তারিত...

সকাল থেকেই আকাশের মুখভার, স্যাঁতস্যাঁতে ঠান্ডার সঙ্গে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আরও বাড়বে শীত! বড়সড় বদল দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। উত্তরবঙ্গের হাওয়া কেমন থাকবে সেই নিয়েও বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস। বৃষ্টি নিয়ে অ্যালার্ট জারি রাজ্যের বহু জেলায়।

ক্ষণে ক্ষণে আবহাওয়ার মুড পরিবর্তন। উত্তুরে হওয়ার দাপটে রীতিমতো নাজেহাল হয়ে গিয়েছে বঙ্গবাসী। সকালে, দাঁতে দাঁত ঠেকে যাওয়ার অবস্থা। তবে ঠান্ডা একটুও না কমলেও আবহাওয়া দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আজ রাজ্যের একাধিক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে ৪টি ঘূর্ণাবর্ত। বাংলাদেশের উপর সমুদ্রতল থেকে ৩.১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে বঙ্গে আবহাওয়ার পরিবর্তন হওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরপ্রদেশ সহ পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে অবস্থান করছে আরও একটি সাইক্লোনিক ঘূর্ণাবর্ত। উত্তর ভারতের একাধিক জেলায় ঘূর্ণাবর্তের জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় কিছুটা বাড়তে পারে তাপমাত্রা পূর্বাভাস হাওয়া অফিসের। এদিকে শহর কলকাতা সহ শহরতলিতে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখভার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই ঘন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ-সহ সংলগ্ন এলাকায়।

মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙ দুই জেলায় হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। তারপর তাপমাত্রা কমবে কিনা, সেটা অবশ্য সময় বলবে।