শীতে বাধা নিম্মচাপ, আগামী সপ্তাহে ফের বৃষ্টির ভ্রকুটি বাংলায়

উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং  জেলায় বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টিপাত হচ্ছে বলে অনুমান। তাপমাত্রা সার্বিকভাবে একইরকম থাকবে।

শীতে বাধা নিম্মচাপ, আগামী সপ্তাহে ফের বৃষ্টির ভ্রকুটি বাংলায়

ট্রাইব টিভি ডিজিটাল: দেখতে দেখতে উৎসবের মরশুম শেষ। শরতের মেঘ-রোদ্দুরের খেলা শেষে গায়ে হালকা হিমের পরশ। যদিও এখনই সেভাবে জাঁকিয়ে ঠাণ্ডা পড়েনি বঙ্গে। তবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলছে হালকা শীতের আমেজ। তেমনভাবে পারদ পতন না হলেও মনোরম আবহাওয়া রয়েছে রাজ্যে। তবে এর মধ্যেই আবার দুঃসংবাদ। চলতি সপ্তাহেই তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি। ফলে চলতি সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 

হাওয়া অফিস সূত্রে খবর, তৈরি হওয়ায় নিম্মচাপের জেরে শীত প্রবেশ বাধাপ্রাপ্ত হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। এদিকে বাংলায় কবে ঠান্ডা পড়বে সে নিয়েই চিন্তায় শীতপ্রেমী বাঙালি। 

জানা গিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত ১০ নভেম্বরের মধ্যে ক্রমশ শক্তি সঞ্চয় করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করবে। যা পরবর্তী ৪৮ ঘণ্টায় শ্রীলঙ্কা উপকূলের কাছে পৌঁছে আরও শক্তি বাড়াবে। তামিলনাড়ি ও পুডুচেরি উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের তেমন কোনও আশঙ্কা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব না পড়লেও ১১ এবং ১২ নভেম্বর এর জেরে রাজ্যে চলতি সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষে কলকাতায় বৃষ্টির  পূর্বাভাস রয়েছে। সোমবার থেকেই আকাশ খানিক মেঘলা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। রোদ ঝলমলে আকাশেরও দেখা মিলবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।

এদিকে, উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং  জেলায় বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টিপাত হচ্ছে বলে অনুমান। তাপমাত্রা সার্বিকভাবে একইরকম থাকবে। আগামী সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়বে রাজ্যে। তাপমাত্রাও কমার সম্ভাবনা তৈরি হয়েছে। 

সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির পড়তে পারে বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। ফলে গুমোট ভাব কমবে রাজ্যে।

সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। দিন ও রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে আগামী সপ্তাহে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক থাকবে ৯৬ শতাংশ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সকালে ও রাতে শীত শীত ভাব এখন বজায় থাকবে।