ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আদানিকে গ্রেফতার করার দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এমনকি লোকসভার বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধেও অভিযোগ তুলে বলেছেন, শিল্পপতি গৌতম আদানিকে সুরক্ষা দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আদানির নাম জড়িয়েছে ঘুষকান্ডে (Rahul Gandhi)
উল্লেখ্য, শিল্পপতি গৌতম আদানির নাম জড়িয়েছে একটি ঘুষ কাণ্ডে। আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ দিয়ে কাজ আদায়ের প্রস্তাব দেওয়া এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে গৌতম আদানি সহ সাত জনের বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে শোরগোল শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই সাংবাদিক সম্মেলনেই তিনি সাংবাদিকদের সামনে গৌতম আদানিকে গ্রেফতার করার দাবি জানান।
কী বললেন বিরোধী নেতা? (Rahul Gandhi)
দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৌতম আদানিকে প্রায় কার্যত একাসনে বসিয়ে দু’জনকেই আক্রমণ করলেন তিনি। রাহুল গান্ধী বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিল্পপতি গৌতম আদানি দু’জনেই দুর্নীতিগ্রস্ত। আজই আদানিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। তবে গৌতম আদানিজিকে গ্রেফতার করার ক্ষমতা প্রধানমন্ত্রী মোদীর নেই। কারণ, উনি নিজেই আদানির দ্বারা নিয়ন্ত্রিত হন।“ তবে বিষয়টি নিয়ে আসন্ন সংসদের শীতকালীন অধিবেশনে জাতীয় কংগ্রেসের তরফে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরব হবেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Gautam Adani: ফের ঘুষ-কাণ্ডের ফাঁপরে আদানি গোষ্ঠী, জারি গ্রেফতারি পরোয়ানা, শেয়ার বাজারে নামল ধস
ভারততে হাইজ্যাক করার দাবি
রাহুল গান্ধী বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে গৌতম আদানির বিরুদ্ধে ভারতকে “হাইজ্যাক করা” এবং ১ হাজার কোটি টাকার দুর্নীতি করার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আক্রমণ করে রাহুল গৌতম আদানিকে রক্ষা করার অভিযোগ তুলেছেন শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে।
বুচকে জিজ্ঞাসাবাদের দাবি
তিনি শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র প্রধান মাধবী পুরী বুচকে জিজ্ঞাসাবাদের দাবিও তুলেছেন। কিছুদিন আগে আমেরিকার একটি সংস্থা হিন্ডেনবার্গের তরফে অভিযোগ করা হয়, আদানিরা বিদেশে যে পরিমান টাকা সরিয়েছেন তাতে ভাগ রয়েছে সেবি প্রধান মাধবী পুরী বুচেরও। এই অভিযোগের পরেই এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে গৌতম আদানি সহ সাত জনকে জিজ্ঞাসাবাদ করার ও তাদের বিরুদ্ধে তদন্ত করার অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী।
আরও পড়ুন: UP Bypolls 2024: বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই যোগীরাজ্যে ভোট, সাসপেন্ড ৭ পুলিশ
আদানির টাকায় চলে বিজেপি
বৃহস্পতিবার এই বিষয়ে বলতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, আদানির টাকায় চলে বিজেপি। কিছুদিন আগেই মহারাষ্ট্রে ভোটের প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেই ভোট প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে বলতে গিয়ে আদানি-বিজেপি আঁতাঁতের বিষয়ে সরব হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভারতের সৌর প্রকল্পের জন্য ভারত সরকারের এক আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল আদানির বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্পে ২০ বছরে ২০০ কোটি টাকা লাভের সম্ভবনা রয়েছে। এই প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছেন ২২৩৭ কোটি টাকা।