ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ১ টাকা লিজে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) ইস্পাত কারখানা করার জন্য রাজ্য সরকার যে জমি দিয়েছিল সেই নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। ওই জমি একটাকা লিজে সৌরভ নিতে পারবেন না বলেই জানিয়ে দিল আদালত। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রাজ্যের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের সংস্থার কী চুক্তি হয়েছে, তাতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট।
তবে, আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ওই জমি সহ প্রয়াগ গ্ৰুপের যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতে হবে। আর এই ভ্যালুয়েশনের কাজ করবে সেবি (SEBI)। আর সেবিকে সমস্ত রকম সাহায্য করতে হবে রাজ্যকে। জমির ভ্যালুয়েশন নির্ধারণের পর ওই সম্পত্তি নিলাম করতে হবে। যদি সেই নিলামে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সংস্থা অংশ নিয়ে প্রয়োজনীয় দাম দিয়ে জমি নিতে পারে, তখনই সেই সম্পত্তির অধিকার বা মালিকানা সৌরভ পেতে পারেন বলে জানিয়ে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আগামী ১৩ ফেব্রুয়ারি এই ব্যাপারে রাজ্যকে একটি রিপোর্ট জমা দিতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ১৩ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: https://tribetv.in/removal-of-panchayat-samiti-officials-in-khanakul/
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ‘প্রয়াগ গ্ৰুপ’ নামে এক সংস্থাকে ফিল্ম সিটি করার জন্য ৭৫০ একর জমি দিয়েছিল রাজ্য। কিন্তু চিটফান্ড কেলেঙ্কারিতে প্রয়াগ গ্রুপের নাম জড়িয়ে পড়ায় মাঝপথেই থমকে যায় সেই ফিল্ম সিটি তৈরির কাজ। ফিল্ম সিটিতে বিনিয়োগের টাকা মানুষের কাছ থেকে প্রতারণা করে তোলা হয়েছিল বলে অভিযোগ ওঠে। প্রয়াগ গ্রুপের সব সম্পত্তি বাজেয়াপ্তও করা হয়।
আরও পড়ুন: https://tribetv.in/hooghly-fake-passport-case-three-arrested-allegedly/
প্রয়াগ গ্রুপকে দেওয়া সেই ৭৫০ একর জমির মধ্যে থেকেই সম্প্রতি কিছু জমি এক টাকা লিজে ইস্পাত কারখানা করার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেয় রাজ্য। আর তাতেই প্রশ্ন ওঠে, প্রয়াগের ফিল্ম সিটির বাজেয়াপ্ত জমি কীভাবে সৌরভকে (Sourav Ganguly) ১ টাকায় লিজে দেওয়া হল! যেখানে প্রতারিত সাধারণ মানুষ এখনও তাদের টাকাই ফেরত পাননি। সেই নিয়ে কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থে মামলা দায়ের হয়। শুক্রবার সেই মামলার শুনানিতেই ওই জমি রাজ্য এক টাকা লিজে সৌরভকে দিতে পারবে না বলে জানিয়ে দিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। জমির ভ্যালুয়েশন করে দাম নির্ধারণ হওয়ার পর নিলাম অংশ নিয়ে ওই জমি সৌরভকে (Sourav Ganguly) কিনতে হবে বলে নির্দেশ দিল হাইকোর্ট।