ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা সিনে দুনিয়ার (Bengali film industry) খ্যাতনামা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। কিন্তু তাঁর প্রায়োরিটিটাই এখন বদলে গিয়েছে। অভিনেত্রীর আগে, তিনি একজন মা (Mother)। শুভশ্রীর জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা (Achivement) কী জানেন? আদৌ কি অভিনয় সাফল্যকেই (Success) তিনি সেরা অ্যাচিভমেন্ট বলে মনে করেন?
চোখ সোশালের পাতায় (Subhashree Ganguly)
শুভশ্রীর (Subhashree Ganguly) সোশ্যাল মিডিয়ার (Social Media) পাতায় চোখ রাখলে বুঝতে পারবেন। তিনি শুধু অভিনেত্রী নন, একজন মা হিসেবেও সফল। কাজের তুমুল ব্যস্ততা। তার মাঝেও সন্তানদের সঙ্গে সময় কাটান। ইদানিং প্রায়ই সময় তাঁকে দেখা যাচ্ছে মেয়ে ইয়ালিনির সঙ্গে খুনসুটি করতে। মা ব্যস্ত বলে যে ছেলে মেয়ে মায়ের আদর পাচ্ছে না, ভালোবাসা পাচ্ছে না, কিংবা মায়ের কাছ থেকে সময় পাচ্ছে না, এমনটা বুঝতেই দিচ্ছেন না শুভশ্রী।
বদলে গিয়েছে জীবন (Subhashree Ganguly)
দুই সন্তান কোলে আসতেই যেন ম্যাজিকের মত বদলে গেছে শুভশ্রীর (Subhashree Ganguly) জীবন। ঠিক এই মুহূর্তে, বারংবার নেট পাড়ায় আলোচনা হচ্ছে শুভশ্রীর পুরনো একটা কথা। মা হওয়া নিয়ে কী বলেছিলেন অভিনেত্রী? তাও আবার অকপটে স্বীকার করেছিলেন সবার সামনে। এভাবেই কি তবে মেয়েদের জীবনের প্রায়োরিটি, অ্যাচিভমেন্টগুলো বদলে যায়? চলুন জেনে নেওয়া যাক অভিনেত্রীর সেই কিছু গুরুত্বপূর্ণ কথা।
আরও পড়ুন: Alia Bhatt: কিশোর কুমারকে চেনেন না আলিয়া! আশ্চর্য ব্যাপার
কী বলেছিলেন তিনি?
‘মা’ এই শব্দটা পৃথিবীর সব থেকে সুন্দর শব্দ। পৃথিবীর যে কোনও প্রান্ত কিংবা কোনা, যাই হোক প্রত্যেক মায়ের তার সন্তানের জন্য প্রাণভরা ভালোবাসা থাকে। বিশেষ করে সন্তান জন্মের পর, প্রতিটি মায়ের জীবনই যেন বদলে যায়। সেক্ষেত্রে ব্যতিক্রম নন শুভশ্রী গাঙ্গুলী। তিনি বারবার সেটা স্বীকার করেছেন। ছেলে ইউভানের জন্মের পর তাঁর জীবন যে কতটা বদলেছে, সে কথা বারংবার বলেছেন। ২০২৩ এর শেষে তাঁর কোল জুড়ে আবার এসেছে মেয়ে ইয়ালিনি। অভিনেত্রী হিসেবে যেমন তিনি ব্যস্ত। তেমন কিন্তু মা হিসেবেও তুমুল ব্যস্ত। সেটা মাঝেমধ্যেই বোঝা যাচ্ছে, তাঁর পোস্ট করা ভিডিয়োতে। আগে একরকম ভাবে জীবনকে দেখতেন। আর মা হওয়ার পর, এখন অন্যরকম ভাবে জীবনকে দেখছেন।
ছেলের জন্মের পরের কথা
অভিনেত্রী ছেলের জন্মের পর মা হওয়ার প্রথম অনুভূতি ভাগ করেছিলেন ‘দিদি নম্বর ওয়ান’ এর মঞ্চে। বলেছিলেন, নতুন অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ভীষণ অনবদ্য একটা সময়। মেয়েদেরকে একমাত্র ভগবান সেই শক্তি দিয়েছেন যে, মেয়েরা একটা ম্যাজিক সৃষ্টি করতে পারে। যখন প্রেগন্যান্ট ছিলেন তিনি সবসময় ভাবতেন, কেউ যদি তাকে জিজ্ঞাসা করে যে লাইফের অ্যাচিভমেন্ট কী? তখন তাঁর উত্তর হত, “একটা মানুষ সৃষ্টি করা”। যে মানুষ নতুন করে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। আর মানুষ সৃষ্টি করার ক্ষমতা মেয়েদের কে দিয়েছে ঈশ্বর।
আরও পড়ুন: Dev-Jisshu in Khadaan: যিশুকে ইমোশনাল ব্ল্যাকমেইল, খাদানের শ্যুটিংয়ে দেবের অদ্ভুত কান্ড
উপস্থিত ছিলেন মা
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রীর মা। রচনা বন্দ্যোপাধ্যায় তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, শুভশ্রী ছোটবেলায় কেমন ছিলেন? কতটা দুষ্টুমি করতেন? শুভশ্রীর মায়ের কথা শুনে তো সবাই হেসে ফেলেন। বলেছিলেন, শুভশ্রী ছোটবেলায় একেবারে টম বয় ছিলেন। পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন। পুতুল রান্নাবাটি নিয়ে এসব খেলেনি। এসবের ধার কাছেও যেত না। তবে ক্রিকেট খেলতে ভালোবাসতেন। এমনকি রাস্তায় বাইক দাঁড় করিয়ে লিফট চাইতেন।
সোজা কথায়, শুভশ্রী ছিলেন একটু ডানপিটে টাইপের তবে অভিনেত্রীর মা এও জানিয়েছেন, শুভশ্রী ছেলের মা হয়ে ওঠার আগে, তাঁর মায়ের মা হয়ে উঠেছিলেন। তাঁর বাবা-মাকে গাইড করেন। এখনও পর্যন্ত বাবা মাকে আগলে রেখেছেন।