ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিয়ে সারলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, সংগীতশিপ্লী তাহসান রহমান খান (Tahsan Roja Marriage)। গায়ে হলুদের পর এবার প্রকাশ্যে বিয়ের ছবি। জুটি বাঁধলেন রুপটান শিল্পী রোজা আহমেদের সঙ্গে (makeup artist roja ahmed) । প্রকাশ্যে এল বিয়ের ছবি। তবে নেটিজেনরা বলছেন বেশ মানিয়েছে তাদের দু’জনকে।
প্রকাশ্যে ছবি (Tahsan Roja Marriage)
গায়ে হলুদের পর এবার প্রকাশ্যে বিয়ের (Tahsan Roja Marriage) ছবি। দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়লেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী তাহসান রহমান খান। পাকাপাকি ভাবে জুটি বাঁধলেন রুপটান শিল্পী রোজা আহমেদের সঙ্গে। দীর্ঘদিন ধরেই ঢালিউডে এমনই এক গুঞ্জন ছড়িয়ে ছিল। শনিবার প্রকাশ্যে আসে বিয়ের ছবি।
খুশি নেটিজেনরা (Tahsan Roja Marriage)
তবে নেটিজেনরা বলছেন বেশ মানিয়েছে তাদের দু’জনকে। বিয়েতে দু’জনেই হালকা গোলাপি এবং সাদা রংয়ের কম্বিনেশনে পোশাক পড়েছিলেন। অভিনেতার (Tahsan Roja Marriage) পরনে ছিল সাদা ও গোলাপি রংয়ের সুতো দিয়ে মোরা পাঞ্জাবি। এদিকে তাঁর স্ত্রীর পরনে ছিল সাদা রংয়ের শাড়ি। মাথায় ছিল ওড়না । সঙ্গে মানানসই একটা সোনার হার পড়েছিলেন রোজা। রোজার শাড়ির পাড়ের সঙ্গে একদম হুবহু মিলে গিয়েছে অভিনেতার পাঞ্জাবির রং।
আরও পড়ুন: Tahsan Khan Marriage: নতুন করে পথ চলা শুরু, বিয়ের পিঁড়িতে তাহসান খান! প্রকাশ্যে গায়ে হলুদের ছবি
সোশাল মিডিয়ায় পোস্ট
দুজনেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশনে অভিনেতা লিখেছেন ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?
কে রোজা আহমেদ?
জানা গিয়েছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ পেশায় মেক আপ আর্টিস্ট। তিনি নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন। নিউ ইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’-ও প্রতিষ্ঠাও করেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা নজরকাড়া। ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আন্তর্জাতিক মানের রুপটান শিল্পী রোজা।
আরও পড়ুন: Jeetu Kamal: ছোট পর্দায় ফিরলেন জিতু, জুটি বাঁধলেন দিতিপ্রিয়ার সঙ্গে
তাহসানের বিচ্ছেদ
প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আবার নতুন করে পথ চলা শুরু তাহসানের। উল্লেখ্য, ২০০৬ সালের ৭ অগস্ট অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান খান। ২০১৩ সালে জুলাই মাসে তাঁদের এক কন্যা সন্তান হয়। ২০১৪-য় ১১ বছরের দাম্পত্য ভেঙে বেরিয়ে আসেন মিথিলা-তাহসান। যদিও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল, এখনও রয়েছে। এরপর ২০১৯-এ ফের বিয়ের বাঁধনে বাঁধা পড়েন মিথিলা। বিবাহ করেন ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে।