DA Hike: দোলের আগেই সুখবর সরকারী কর্মচারীদের জন্য, ফের বাড়ছে মহার্ঘ ভাতা

গত বছরের ১ এপ্রিলও মহার্ঘ ভাতাও বাড়ানো হয়েছিল। সেবার ডিএ বেড়েছিল ৩ শতাংশ। ফলে এবারের ঘোষণা হয়ে গেলে বর্তমান অর্থবর্ষে ১১ শতাংশ হবে মহার্ঘ ভাতা বৃদ্ধির মোট পরিমাণ।

DA Hike:  দোলের আগেই সুখবর সরকারী কর্মচারীদের জন্য, ফের বাড়ছে মহার্ঘ ভাতা

ট্রাইব টিভি ডিজিটাল:  কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর। খুব শীঘ্রই নতুন করে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করতে পারে মোদি সরকার। দোলের আগেই সরকারি ক্যাবিনেটে বৈঠকের পরই এই বিষয়ে সিদ্ধান্তে সিলমোহর পড়তে পারে।

জানা গিয়েছে, সপ্তম বেতন কমিশনের অধীনে বর্তমান ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হতে পারে। অর্থাৎ ডিএ বাড়বে ৪ শতাংশ। এছাড়া ডিআরও বাড়বে ৪ শতাংশ। এর ফলে ১ কোটির উপরে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা সুবিধা পাবেন। ১ জানুয়ারি ২০২৩ থেকে এই বর্ধিত ডিএ লাগু হবে। পাশাপাশি এমনও দাবি রয়েছে, কেন্দ্র ১৮ মাসের বকেয়া ডিএ নিয়েও সিদ্ধান্ত নিতে পারে। প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ডিএ বকেয়া রয়েছে। গতবারের বৃদ্ধিতে মোট DA প্রাপ্তি দাঁড়িয়েছিল মূল বেতনের ৩৮ শতাংশে।

উল্লেখ্য, গত বছরের ১ এপ্রিলও মহার্ঘ ভাতাও বাড়ানো হয়েছিল। সেবার ডিএ বেড়েছিল ৩ শতাংশ। ফলে এবারের ঘোষণা হয়ে গেলে বর্তমান অর্থবর্ষে ১১ শতাংশ হবে মহার্ঘ ভাতা বৃদ্ধির মোট পরিমাণ। সাধারণত কোনও বছরে গড়ে দুইবারই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। এছাড়াও সূত্রের দাবি, বাড়তে পারে ফিটমেন্ট ফ্যাক্টরও। একলাফে ২.৫৭ শতাংশ বৃদ্ধি হতে পারে এই ফ্যাক্টরের। এর কতটা প্রভাব পড়বে বেতনে? যে ব্যক্তির গ্রেড পে ৪ হাজার ২০০ টাকা, তিনি সবশুদ্ধ ১৫ হাজার ৫০০ টাকা পান। এই বৃদ্ধির ফলে তাঁর বেতন বেড়ে দাঁড়াবে এর ২.৫৭ গুণ অর্থাৎ ৩৯ হাজার ৮৩৫ টাকায়। এদিকে রাজ্য সরকারের তরফে ৩ শতাংশ ডিএ ঘোষণা করা হলেও আন্দোলন থামাতে রাজি নন সরকারি কর্মচারিরা।

এদিকে ফের একবার কর্মবিরতির ডাক। বকেয়া ডিএ-র দাবিতে ফের একবার কর্মবিরতির ডাক দিয়েছে ৩৬টি সংগঠনের যৌথ সংগ্রামী মঞ্চ। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে,  মঙ্গলবার ২ ঘণ্টার জন্য রাজ্যজুড়ে ফের একবার পেন ডাউনের পথে হাঁটেন সমস্ত সরকারি দফতরের কর্মীরা। কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দিন দিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর করছেন রাজ্য সরকারি কর্মীরা। বাজেট অধিবেশনের দিন রাজ্য সরকারি কর্মীদের জন্য তিন শতাংশ বর্ধিত DA-র কথা ঘোষণা করেছিলেন বাংলার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবারই এই ঘোষণা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। তবে বিজ্ঞপ্তি জারির পরও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ মার্চ থেকে রাজ্যের সরকারি কর্মীরা অতীতের ঘোষিত তিন শতাংশ এবং নতুন তিন শতাংশ, মোট ৬ শতাংশ বর্ধিত DA পেতে চলেছেন। শুধু কর্মরতরা নন, অবসরপ্রাপ্তরাও পেনশনের সঙ্গে একই হারে বর্ধিত DA পেতে চলেছেন। এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা।