প্রশাসনের অবহেলাতেই মৃত্যুপুরী, ধংসস্তুপে দাঁড়িয়ে ফুঁসছে গার্ডেনরিচ

আহত বহু। গোটা ঘটনায় বেআইনি অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রশাসনের প্রছন্ন মদতে দীর্ঘদিন ধরে চলছে এই অবৈধ কারবারি। বিস্তারিত জানুন...

প্রশাসনের অবহেলাতেই মৃত্যুপুরী, ধংসস্তুপে দাঁড়িয়ে ফুঁসছে গার্ডেনরিচ
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: গার্ডেনরিচকাণ্ডের ২৪ ঘণ্টা পার। ধংসস্তুপের মধ্যে এখনও স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি। রবিবার রাতের মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯। আহত বহু। গোটা ঘটনায় বেআইনি অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রশাসনের প্রছন্ন মদতে দীর্ঘদিন ধরে চলছে এই অবৈধ কারবারি। এদিকে ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে উদ্ধারকাজ। এখনও বহু মানুষ আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর।

সূত্রের খবর, যেভাবে করা হচ্ছে উদ্ধার কাজ :- বিপদগ্রস্তদের উদ্ধারে ছাদে একে একে তিনটি গর্ত করা হয়। বিশেষ করাত ব্যবহার করা হচ্ছে। লোহা এবং কংক্রিট কাটার জন্য ব্যবহৃত CIRCULARS। কাঠ কাটতে ব্যবহৃত বুলেট চেন S। হ্যামার ড্রিল কাজে লাগানো হয়। তার পরই ছাদের বিকল্প পথ দিয়ে ধ্বংসস্তূপে নেমে পড়েন বেশ কয়েকজন। অন্ধকার ধ্বংসস্তূপে তখন মানুষের খোঁজে ভরসা রিংটোন, সাধারণ মানুষের কথাবার্তা। স্থানীয়দের ফোন করতে শুরু করেন উদ্ধারকারীরা। গলার আওয়াজ শুনে এগোতে থাকেন। কেমন আছে আটক ব্যক্তিরা, খোঁজখবর নিতে থাকেন তাঁরা। জোগাতে থাকেন ভরসা। আতঙ্কে কান্নাকাটি শুরু করে দেন অনেকে। তাঁদের ভরসা জোগাতে থাকেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপে অনেকেরই শ্বাসকষ্ট হতে শুরু করে। বিশেষ বন্দোবস্ত করে পৌঁছে দেওয়া হয় অক্সিজেন সিলিন্ডার। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Know-the-full-weather-forecast-on-today-in-west-bengal

লালবাজার সূত্রের খবর, পাঁচতলা বিল্ডিংয়ে ১৬ টি ঘর হচ্ছিল। প্রতিটি স্কোয়ার ফিট ১৬০০ টাকা। প্রতিটি ঘরের আয়তন ৫০০ স্কোয়ার ফিট। প্রতিটি ঘর বিক্রি হয়ে গিয়েছিল। আরও জানা গিয়েছে, গার্ডেনরিচের ঘটনায় লালবাজার হোমিসাইড শাখা নিয়েছে তদন্তভার। লালবাজার সূত্রের খবর, নাসির আহমেদ জমির মালিককে শনাক্ত করা হয়েছে ভবিষ্যতে তাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।  মৃত ৯ জনের মধ্যে একজন ভিনজেলার বাসিন্দা। নাসিম উদ্দিন শেখ (২৪) মুর্শিদাবাদে থাকত। পুলিশ সূত্রের খবর বিল্ডিংয়ে নির্মাণের কাজে তিনি এসেছিলেন কলকাতায়। এদিন বহুতল ধসে প্রাণ হারিয়েছেন তিনিও।