Lok Sabha Election 2024: ২৩৫ কোম্পানি দিয়ে বঙ্গে প্রথম দফায় নির্বাচন, আসছেন ৩ পর্যবেক্ষক

প্রথম দফার ভোট তিনটি আসনে প্রতিটি বুথেই আধা সেনা রেখেই ভোট চায় নির্বাচন কমিশন। সেইসঙ্গে প্রথম দফার তিন কেন্দ্রে জন্য  আজ রাজ্যে আসছেন তিনজন পর্যবেক্ষক।

Lok Sabha Election 2024: ২৩৫ কোম্পানি দিয়ে বঙ্গে প্রথম দফায় নির্বাচন, আসছেন ৩ পর্যবেক্ষক
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: লোকসভা ভোটে প্রথম দফার নির্বাচনে ২৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথম দফায় তিনটি লোকসভা আসনে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন আসনের নির্বাচন আছে। পাশাপাশি এই তিনটি আসনের নির্বাচন এর জন্য আজই এসে পৌঁছচ্ছে তিন পর্যবেক্ষক। এই তিনটি আসনের মনোনয়ন শুরু হবে আগামীকাল থেকে। ইতিমধ্যেই প্রথম দফায় আধা সেনা মোতায়েনের রূপরেখা প্রায় চূড়ান্ত।

 সূত্রের খবর, প্রথম দফার ভোট তিনটি আসনে প্রতিটি বুথেই আধা সেনা রেখেই ভোট চায় নির্বাচন কমিশন। সেইসঙ্গে প্রথম দফার তিন কেন্দ্রে জন্য 
আজ রাজ্যে আসছেন তিনজন পর্যবেক্ষক। কোচবিহারে আসছেন সঞ্জয় কুমার। জলপাইগুড়িতে মদনমোহন মীণা। এবং আলিপুরদুয়ারের পর্যবেক্ষক হিসেবে আজই রাজ্যে আসছেন শালম.কে দুর্গেশ যাদব। আর এই তিনটি আসনের মনোনয়ন শুরু হবে কাল থেকেই। ইতিমধ্যেই প্রথম দফায় আধা সেনা মোতায়েনের রূপরেখা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রথম দফার ভোটে তিনটি আসনে প্রতিটি বুথেই আধা সেনা রেখেই ভোট পর্ব অনুষ্ঠিত করতে চায় নির্বাচন কমিশন। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Almost-nine-people-lost-their-life-due-to-building-collapse-at-garden-reach

দিল্লির সিংহাসন দখলের লড়াই শুরু আগামী ১৯ এপ্রিল থেকে। ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় সপ্তম দফায় ভোট গ্রহণ চলবে। ১৯ এপ্রিল প্রথম তিন দফায় নির্বাচন। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট রয়েছে।  লোকসভা ভোটের সঙ্গে ২৬ বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে একইসঙ্গে। তবে বাংলা ছাড়াও উত্তরপ্রদেশ ও বিহারে সাত দফায় ভোট। ১৯ এপ্রিলের পর দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৬ এপ্রিল। তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে ৭ মে।  চতুর্থ দফার ভোটগ্রহণ হবে ১৩ মে। ২০ মে হবে পঞ্চম দফায় ভোটগ্রহণ। ২৫ মে হবে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব। ১ জুন হবে সপ্তম দফার ভোটগ্রহণ।