ডেঙ্গি আলোচনার প্রস্তাব নাকচ, বিধানসভা ওয়াকআউট BJP বিধায়কদের

বিজেপি বিধায়কদের দাবি ডেঙ্গি নিয়ে বিধানসভায় আলোচনা করছে না রাজ্য সরকার। রাজ্যে সঠিক  ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লুকিয়ে যাচ্ছে সরকার।

ডেঙ্গি আলোচনার প্রস্তাব নাকচ, বিধানসভা ওয়াকআউট BJP বিধায়কদের
বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি। বর্ষার শুরুতে রাজ্যজুড়ে ডেঙ্গি উদ্বেগের আঁচ পড়ল বিধানসভায়। সোমবার Dengue ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। স্পিকার ডেঙ্গি নিয়ে আলোচনার প্রস্তাব নাকচ করে দেয়। এরপরই বিধানসভা ওয়াকআউট করে বেরিয়ে যান BJP বিধায়করা। 

সোমবার বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করে বিক্ষোভ দেখাতে থাকেন বিধায়করা। বিজেপি বিধায়কদের দাবি ডেঙ্গি নিয়ে বিধানসভায় আলোচনা করছে না রাজ্য সরকার। রাজ্যে সঠিক  ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লুকিয়ে যাচ্ছে সরকার। এই বিষয় নিয়ে সরকার পক্ষ কোনও আলোচনা চাইছে না বলে এদিন অভিযোগ করেন বিরোধী দলনেতা Suvendu Adhikari। এদিকে দিন যত যাচ্ছে ততই ভয়াবহ হচ্ছে বাংলার ডেঙ্গি পরিস্থিতি। কেবল চলতি জুলাই মাসে ডেঙ্গিতে রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। স্বাস্থ্য দফতর ও পুরসভাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সোমবার বিধানসভা অধিবেশনে বাংলার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে যে বিজেপি আলোচনা চাইবে, তা পূর্ব নির্ধারিত ছিল। অধিবেশন শুরু হওয়ার পর বিজেপি আলোচনা চেয়ে প্রস্তাব জমা দেয় BJP। তা খারিজ হতেই বিধানসভার অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তারপর ওয়াকআউট করেন। বাইরে বেরিয়ে এসে ফটকের সামনেও বিক্ষোভ দেখান তাঁরা।

এই বিষয়ে বিজেপি বিধায়কদের বক্তব্য, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি অত্যন্তই খারাপ। সেক্ষেত্রে তথ্য গোপন করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভাসা ভাসা কথা বলেছেন, তাতে কোনও বিস্তারিত তথ্য নেই। সেই কারণেই এই পরিস্থিতি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই রাজ্যের কয়েক লক্ষ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। শ’খানেক মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু সেই তথ্য চেপে যাওয়া হচ্ছে। শুভেন্দুর দাবি, কলকাতা পুরসভার ক্ষেত্রে কসবা, তিলজলাতে গেলেই স্পষ্ট হবে বাংলার ডেঙ্গির কী পরিস্থিতি। যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেহেতু পঞ্চায়েতের বোর্ড তৈরি করা যায়নি, কিছুটা হলেও কাজ ব্যাহত রয়েছে। যদিও সেই দাবি নস্যাৎ করেছেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, পঞ্চায়েত বোর্ড গঠনের সঙ্গে ডেঙ্গি প্রতিরোধে পদক্ষেপ করার কোনও সংযোগ নেই।