Black Magic: কালাজাদু করলেই ফিরে আসবে প্রাক্তন, জ্যোতিষীর ফাঁদে পা দিয়ে ৮ লক্ষ খোয়ালেন তরুণীর

বিশেষ আচার পালনের পরে কালোজাদু করার পরামর্শ দেন ওই জ্যোতিষী। পারিশ্রমিকের জন্য প্রায় ২ লক্ষ টাকা চেয়ে পাঠায় আব্দুল। দিনের পর দিন একের পর এক দাবি জানাতে থাকে ওই জ্যোতিষী। জানুন বিস্তারিত...

Black Magic: কালাজাদু করলেই ফিরে আসবে প্রাক্তন, জ্যোতিষীর ফাঁদে পা দিয়ে ৮ লক্ষ খোয়ালেন  তরুণীর
(ফাইল চিত্র)

ট্রাইভ টিভি ডিজিটাল: সম্পর্কের বিচ্ছেদ হয়েছে বছর ঘুরতে বসেছে। কিন্তু এখনও ভুলতে পারেননি প্রাক্তন প্রেমিককে। শেষমেশ কালোজাদুর পথ বেছে নিল প্রেমিকা। জ্যোতিষীর প্রতারণার ফাঁদে পা দিয়ে ৮ লক্ষ ২০ হাজার টাকা খোয়ালেন তরুণী। বছর ২৫-এর ওই তরুণীর বাড়ি বেঙ্গালুরুর জালাহাল্লি এলাকায়। স্থানীয় থানায় জ্যোতিষী এবং তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। 

বিচ্ছেদের বহুদিন পরেও প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে যেতে চান তরুণী। এর আগেও বহুবার চেষ্টা করেছে ফিরে যাওয়ার। কিন্তু কোনও বারই সফল হইনি। শেষমেশ কালোজাদুর পথেই হাঁটল ওই তরুণী। পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালের ৯ ডিসেম্বর ফেসবুক- এর মাধ্যমে জ্যোতিষী তথা আব্দুলের সাথে দেখা হয়। নিয়মিত জ্যোতিষ চর্চা করে আব্দুল, এমনটাই জানতেন তরুণী। তাই প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে যাওয়ার জন্য ভরসা করেছিলেন আব্দুলের ওপর। তরুণীর দাবি, তাঁর প্রাক্তন প্রেমিকের পরিবারের তরফে যেন তাঁদের সম্পর্ক নিয়ে কোনও আপত্তি না জানানো হয়, সে জন্য তরুণীকে একটি বিশেষ আচার পালন করতে বলেছিলেন আব্দুল। সে কারণে পারিশ্রমিক বাবদ ৫০১ টাকা নিয়েছিলেন তিনি। ডিজিটাল মাধ্যমে টাকা পাঠানোর পর তরুণীর ছবি-সহ তাঁর সঙ্গে প্রাক্তন প্রেমিকের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও চেয়েছিলেন আব্দুল। এমনকি পরিবারের সদস্য এবং তাঁর সমস্ত বন্ধুবান্ধবের ছবিও আবদুল চেয়েছিলেন বলে তরুণীর অভিযোগ। 

তরুণীর আরও দাবি,  বিশেষ আচার পালনের পরে কালোজাদু করার পরামর্শ দেন ওই জ্যোতিষী। পারিশ্রমিকের জন্য প্রায় ২ লক্ষ টাকা চেয়ে পাঠায় আব্দুল। দিনের পর দিন একের পর এক দাবি জানাতে থাকে ওই জ্যোতিষী। এরকম ভাবেই মোট ৮ লক্ষ ২০ হাজার টাকা দিয়েছেন বলে দাবি তরুণীর। অবশেষে, প্রশাসনের দ্বারস্থ হন তিনি। স্থানীয় থানায় জ্যোতিষী এবং তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তদন্ত চালিয়ে আব্দুল এবং তাঁর দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তরুণী নানা রকম আচার-অনুষ্ঠান পালন করার জন্য জোর করতেন বলে পুলিশের কাছে দাবি করেন আব্দুল। যে টাকা তিনি পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন তা পুরোটাই তরুণীকে ফিরিয়ে দেবেন বলেও পুলিশকে জানিয়েছেন তিনি।