SSC Scam: পার্থ-সুজয়কৃষ্ণর হয়ে কেন সওয়াল? নিয়োগ দুর্নীতির তদন্তে প্রশ্নের মুখে AG

নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর হয়ে কেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করছেন? জানুন বিস্তারিত...

SSC Scam: পার্থ-সুজয়কৃষ্ণর হয়ে কেন সওয়াল? নিয়োগ দুর্নীতির তদন্তে প্রশ্নের মুখে AG
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও সুজয় কৃষ্ণ ভদ্রের হয়ে রাজ্যের এডভোকেট জেনারেল কেন সওয়াল করছেন? প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এজিকে রাজ্যের থেকে অনুমতি নিয়ে আসার নির্দেশ বিচারপতির। পিছিল পার্থ, সুজয় কৃষ্ণের জামিনের শুনানি।

নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর হয়ে কেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করছেন, সেই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার বিচারপতি ঘোষের এজলাসে পার্থ চট্টোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদনের শুনানি ছিল। কিন্তু শুনানিতে রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্তকে দু'জনের আইনজীবী হিসেবে সওয়াল করতে দেখে রীতিমতো বিস্মিত হন বিচারপতি। 

তিনি অ্যাডভোকেট জেনারেলকে জিজ্ঞাসা করেন,' আপনি কেন পার্থ চট্টোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্রের হয়ে সওয়াল করছেন। আপনি তো রাজ্যের এডভোকেট জেনারেল। আপনাকে কি রাজ্যের থেকে এই দুজনের হয়ে সওয়াল করার অনুমতি দিয়েছে? আপনি যদি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী হিসাবে সওয়াল করতে চান তবে রাজ্যের কাছ থেকে আপনাকে বিশেষ অনুমতি নিয়ে আসতে হবে। যদি রাজ্য আপনাকে অনুমতি দেয়, তাহলে আদালতের কোনও অসুবিধা নেই।'

দু’টি জামিনের মামলাই একই কারণে মুলতবি হয়ে যায়। আগামী ৮ ফেব্রুয়ারি পার্থের জামিনের মামলার শুনানি হবে। সুজয়ের মামলার পরবর্তী শুনানি হবে ৫ ফেব্রুয়ারি। উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম থেকেই পার্থ চট্টোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী হয়ে আদালতে সাওয়াল করছেন কিশোর দত্ত। কিন্তু সম্প্রতি তিনি রাজ্যের এডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হন। সেই কারণেই বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই প্রশ্ন তুলেছেন।